খেলা ডেস্ক
আগস্ট ১৬, ২০২৩
০৫:৩৮ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ১৬, ২০২৩
০৫:৩৮ পূর্বাহ্ন
এএফসি প্লে-অফ ম্যাচে আজ সিলেট জেলা স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ঢাকা আবাহনী ও মালদ্বীপের ঈগলস ক্লাব। বেলা সোয়া ৩টায় শুরু হবে ম্যাচটি। তবে এই ম্যাচ নিয়ে বৃষ্টি শংকায় রয়েছে দুই দল। মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বৃষ্টির বিষয়টি ছিল বেশ আলোচনায়। স্থানীয় আবহাওয়ার পূর্বভাস আজ বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির মধ্যেও খেলতে হবে দুই দলকে। এক লেগের ম্যাচ হওয়ায় নির্ধারিত দিনে খেলা শেষ করতে হবে। এই ম্যাচের জয়ী দল ২২ আগস্ট পরবর্তী প্লে-অফ ম্যাচে খেলবে।
নেপালের মাচিন্দ্রা ও ভারতের মোহনবাগান সুপারজায়ান্টসের মধ্যকার ম্যাচের বিজয়ী দলকে সে ম্যাচে প্রতিপক্ষ হিসেবে পাবে আজকের ম্যাচের বিজয়ীরা।
গত মৌসুমটা ভালো কাটেনি ঢাকা আবাহনীর। লিগ শিরোপার পর ফেডারেশন কাপও হাতছাড়া হয় তাদের। তারপরও এএফসি কাপে ভালো করার ব্যাপারে আশাবাদী আবাহনী। ঢাকার এই ক্লাবটি স্বপ্ন দেখছে ২০১৯ সালের সাফল্য। দলটির বর্তমান পর্তুগীজ কোচ মারিও লেমোসের কোচিংয়ে ২০১৯ সালে প্রথম বার গ্রুপ পর্বের বাধা টপকিয়ে এএফসি কাপের আঞ্চলিক সেমিফাইনাল খেলেছিল আবাহনী।
আঞ্চলিক সেমিফাইনালের হোম ম্যাচে উত্তর কোরিয়ার ক্লাব এপ্রিল টোয়েন্টি ফোরের বিপক্ষে ৪-৩ গোলে জিতে ফাইনালে এক পা দিয়ে রেখেছিল ঢাকা আবাহনী। দ্বিতীয় লেগে জিতলে কিংবা ড্র করলেই প্রথম বাংলাদেশি ক্লাব হিসেবে ইন্টার জোনাল ফাইনালে নাম লেখানোর সুযোগ ছিল। এমন সমীকরণ নিয়ে উত্তর কোরিয়ায় গিয়ে ২-০ গোলে হারে। দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে হেরে যায় আকাশি-নীলরা। এবার অন্তত বাছাই পর্বের বাধা উতরিয়ে গ্রুপ পর্ব নিশ্চিত করতে চান লেমোস।
এএন/০১