ক্রীড়া প্রতিবেদক
আগস্ট ১৩, ২০২৩
০৪:০৩ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ১৩, ২০২৩
০৪:০৪ পূর্বাহ্ন
মেয়েদের ফুটবল বিশ্বকাপ ট্রফির গায়ে এবার খোদাই করে লিখতে হবে নতুন কোনো নাম। অঘটনের ঘনঘটায় বিশ্বকাপ জেতা কোনো দলই আর নেই এবারের আসরে। যুক্তরাষ্ট্র, জার্মানি ও নরওয়ের পর জাপানও ছিটকে গেল কোয়ার্টার ফাইনাল থেকে।
শনিবার ফিফা নারী বিশ্বকাপের শেষ কোয়ার্টার ফাইনালে অ্যালেসিয়া রুশোর গোলেই কলম্বিয়াকে ২–১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠে ইংল্যান্ড। এ নিয়ে মেয়েদের বিশ্বকাপে টানা তৃতীয়বার শেষ চারে উঠল সর্বশেষ ইউরোর চ্যাম্পিয়নরা।
এর আগে দিনের অন্য কোয়ার্টার ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে ওঠে স্বাগতিক অস্ট্রেলিয়া। ১৬ আগস্ট দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া–ইংল্যান্ড।
আগেরদিন শুক্রবার অকল্যান্ডে শেষ আটের লড়াইয়ে ২০১১ আসরের চ্যাম্পিয়ন জাপানকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে ‘জায়ান্ট কিলার’ সুইডেন। এর আগে সুইডিশদের কাছে টাইব্রেকারে হেরে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে রেকর্ড চারবারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র। এবার জাপানের বিদায়ে নিশ্চিত হয়ে গেল নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে নারী বিশ্বকাপ।
১৫ আগস্ট ফাইনালে ওঠার লড়াইয়ে আরেক চমক স্পেনের মুখোমুখি হবে সুইডেন। শুক্রবার ওয়েলিংটনে অতিরিক্ত সময়ে গড়ানো প্রথম কোয়ার্টার ফাইনালে গতবারের রানার্সআপ নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়ে এই প্রথম বিশ্বকাপের সেমিফাইনালে উঠল স্পেন। ২০১১ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পথে সেমিফাইনালে সুইডেনকে ৩-১ গোলে হারিয়েছিল জাপান।
এএন/০১