খেলা ডেস্ক
                        জুন ০৬, ২০২৩
                        
                        ০২:৫৯ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : জুন ০৬, ২০২৩
                        
                        ০২:৫৯ পূর্বাহ্ন
                             	
 
                        
             
    ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে দুই বছরের ইতি টেনেছেন লিওনেল মেসি। ৩০ জুন পর্যন্ত মেসির সঙ্গে চুক্তি থাকলেও শনিবার (৩ জুন) পিএসজির জার্সিতে শেষ ম্যাচ খেলেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। এদিকে, ক্লাব ছাড়ার ঘোষণার পরই মেসির ক্ষমতা টের পাচ্ছে ফরাসি ক্লাবটি।
পিএসজির জার্সিতে মেসির শেষ ম্যাচ খেলার পরই দ্রুতগতিতে কমতে শুরু করেছে পিএসজির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ার। ক্লাব ছাড়ায় মেসির ভক্তরা ইতোমধ্যেই পিএসজির সোশ্যাল মিডিয়া আনফলো করতে শুরু করেছে। গত সপ্তাহেই প্রায় ৮০ হাজার ফলোয়ার কমেছে পিএসজির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের। প্রতিনিয়তই কমছে পিএসজির সোশ্যাল মিডিয়ার ফলোয়ার।
ক্লাব ছাড়ার ঘোষণার পর মেসির পরবর্তী গন্তব্য কোথায়, তা নিয়ে চলছে আলোচনা। বেশ কয়েকটি ক্লাবে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। এর মধ্যে অন্যতম সৌদি ক্লাব আল হিলাল ও সাবেক ক্লাব বার্সেলোনা। স্প্যানিশ গণমাধ্যম ‘স্পোর্ত’ এর প্রতিবেদনে বলা হয়, ৬ জুন মেসিকে সই করানোর ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দিবে আল হিলাল। 
সূত্র : গোল ডটকম 
এএফ/০৮