বাফুফে কর্তাদের দুর্নীতি অনুসন্ধান করতে দুদককে নির্দেশ হাইকোর্টের

সিলেট মিরর ডেস্ক


মে ১৫, ২০২৩
০১:১৮ অপরাহ্ন


আপডেট : মে ১৫, ২০২৩
০৮:৪৭ অপরাহ্ন



বাফুফে কর্তাদের দুর্নীতি অনুসন্ধান করতে দুদককে নির্দেশ হাইকোর্টের


বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তাদের দুর্নীতি অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১৫ মে) বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। 

গতকাল রোববার (১৪ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী, সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগসহ সংস্থাটির কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন।

বাংলাদেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটির কর্মকর্তাদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান চেয়ে ৩ মে দুদক চেয়ারম্যান বরাবর আবেদন করেন তিনি। সেখানে ফল না পেয়ে রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করেন।

রিটে বাফুফের কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম নিতে অনুসন্ধানে বিবাদীদের ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, সে ব্যাপারে রুল চাওয়া হয়েছে। পাশাপাশি ৩ মে দুদকে করা রিট আবেদনকারীর আবেদনটি নিষ্পত্তি করতে দুদক চেয়ারম্যানের প্রতি নির্দেশনা চাওয়া হয়।


এসই/০৬