সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ০৬, ২০২৩
০৮:১৪ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০৬, ২০২৩
০৮:১৪ পূর্বাহ্ন
আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ পদে যোগদান করলেন অধ্যাপক মো. জমির উদ্দিন। তিনি একই কলেজে যুক্তিবিদ্যা বিষয়ের সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত ছিলেন। গত ১২ ডিসেম্বর অধ্যক্ষ সৈয়দ মুহাদ্দিস আহমদ অবসর গ্রহন করেন। এর পর ১ ফেব্রুয়ারি অধ্যাপক মো. জমির উদ্দিন আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজে অধ্যক্ষের শূন্য পদে যোগদান করেন।
অধ্যাপক জমির সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানার মান্নার গাঁও গ্রামে জন্মগ্রহন করেন। তিনি ১৯৮৩ সালে সুনামগন্জ সদর উপজেলার রঙ্গারচর হরিণাপাটি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। ১৯৮৫ সালে তিনি গোবিন্দগন্জ আব্দুল হক স্মৃতি কলেজ থেকে এইচ এস সি পাশ করেন। পরে তিনি সিলেট এম সি কলেজে দর্শন শাস্ত্রে ১৯৮৮ সালে অনার্স ডিগ্রি অর্জন করেন। ১৯৮৯ সালে তিনি চট্রগ্রাম বিশ^দ্যিালয় থেকে এম এ ডিগ্রি লাভ করেন। ২০১০ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় থেকে পোস্ট গ্রেজুয়েশন ডিপ্লোমা ইন আইটি অর্জন করেন।
সেশনজটের কারণে ১৯৯২ সালে এম এ পরীক্ষার ফল প্রকাশিত হলে ১৯৯৩ সাল থেকে শাহ খুররম ডিগ্রী কলেজে যুক্তিবিদ্যা বিষয়ের প্রভাষক হিসাবে শিক্ষকতা শুরু করেন। তারপর কলেজ পরিবর্তন করে ১৯৯৫ সালে আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজে যুক্তিবিদ্যার প্রভাষক পদে যোগদান করেন। ২০০১ সালে পদোন্নতি পেয়ে সহকারী অধ্যাপক হন। ৩১ জানয়ারি পর্যন্ত তিনি সহকারী অধ্যাপক পদে কর্মরত ছিলেন।
অধ্যাপক জমির ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং দুই সন্তানের জনক। বড় মেয়ে তাহিয়া মাহজাবিন সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজে এমবিবিএস ২য় বর্ষের ছাত্রী এবং ছেলে জাকারিয়া হাসনাইন তানিম, স্কলার্সহোম, শাহী ঈদগাহ ক্যাম্পাসে একাদশ শ্রেণীর ছাত্র। অধ্যাপক জমির বিভিন্ন সামাজিক ও শিক্ষক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।
এএন/০১