খেলা ডেস্ক
ফেব্রুয়ারি ০৫, ২০২৩
০৩:৫১ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০৫, ২০২৩
০৩:৫২ পূর্বাহ্ন
সিলেট ক্লাব আয়োজিত দিনব্যাপী টি-টেন ক্রিকেট ফিয়েস্তায় শিরোপা জিতেছে স্বাগতিক সিলেট ক্লাব লিমিটেড। ফাইনালে তারা গুলশান ক্লাবকে ২ রানে হারিয়ে শিরোপ জয় করে।
আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী এই ক্রিকেট টুর্নামেন্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (আউটার) অনুষ্ঠিত হয়।
ফাইনালে প্রথমে ব্যাট করে সিলেট ক্লাব নির্ধারিত ১০ ওভারে এক উইকেট হারিয়ে ১৩৯ রান করে | সিলেট ক্লাবের পক্ষে সুইট সর্বোচ্চ ৫১ রান, ইভান ৪১ ও তপন ৩৩ রান করেন ৷
জবাবে খেলতে নামা গুলশান ক্লাব নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৭ রানে আটকে যায়। ফলে সিলেট ক্লাব জিতে ২ রানে। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সিলেট ক্লাবের সুইট।
এর আগে রাউন্ড রবীন লীগের খেলায় অংশগ্রহন করে সিলেট ক্লাব, ঢাকার গুলশান এবং বনানী ক্লাব ৷ দিনের প্রথম খেলায় স্বাগতিক সিলেট ক্লাব বনানী ক্লাবের বিপক্ষে নির্ধারিত ওভারে এক উইকেট হারিয়ে ১১৯ রান করে। জবাবে ৪ উইকেটে মাত্র ৮০ রান তুলে বনানী ক্লাব। ফলে সিলেট ক্লাব ৩৯ রানে জয় পায় ৷
দিনের দ্বিতীয় খেলায় গুলশান ক্লাব সাত উইকেটের বিনিময়ে সিলেট ক্লাবকে হারিয়ে দিলে জমে উঠে রবীন লীগ | খেলায় নির্ধারিত ওভারে সিলেট ক্লাব ৬ উইকেট এর বিনিময়ে ৮২ রান করে | জবাবে ২বল বাকী রেখে ৩ উইকেট হারিয়ে ৮৫ রান তুলে নেয় গুলশান ক্লাব ৷
রবীন লীগের শেষ খেলায় গুলশান ক্লাব ৮ উইকেটের বিশাল ব্যবধানে বনানী ক্লাবকে হারালে গুলশান ক্লাব চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে উঠে আর সিলেট ক্লাব তার সঙ্গী হয়।
এএফ/০৯