সিলেটে আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশ’ শুরু

নিজস্ব প্রতিবেদক


ফেব্রুয়ারি ০৪, ২০২৩
০৯:৩৯ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৪, ২০২৩
০৯:৩৯ অপরাহ্ন



সিলেটে আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশ’ শুরু


বিএনপির ‘সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে সিলেটে আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশ’ শুরু হয়েছে। আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় সিলেট নগরের চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনার মঞ্চে এ সমাবেশ শুরু হয়েছে। 

সমাবেশে সভাপতিত্ব করছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মাসুক উদ্দিন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. নাসির উদ্দিন খানের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন দলের আরেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক। এছাড়াও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখবেন।

দলের নেতাকর্মীদের উপস্থিতিতে এরই মধ্যে সমাবেশস্থল ভরে উঠেছে। 

এদিকে,  ১০ দফা দাবিতে সিলেটের ঐতিহাসিক রেজিষ্ট্রারী মাঠে বিভাগীয় সমাবেশ করছে জেলা ও মহানগর বিএনপি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।


এএফ/০২