সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু

নিজস্ব প্রতিবেদক


ফেব্রুয়ারি ০৪, ২০২৩
০৯:০৮ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৪, ২০২৩
০৯:০৮ অপরাহ্ন



সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু

দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের মুক্তিসহ ১০ দাবিতে সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে।

আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) বেলা ২টায় সমাবেশ শুরুর কথা থাকলেও কিছুটা বিলম্বে সমাবেশ শুরু হয়।

এখন তৃণমূল পর্যায়ের নেতারা সমাবেশে বক্তব্য দিচ্ছেন। নগরের এক কিলোমিটারের মধ্যে একই সময়ে বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশ হওয়ায় এ নিয়ে গতকাল থেকেই নগর জুড়ে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

এদিন বেলা ২টা ২০ মিনিটের দিকে সমাবেশের কার্যক্রম শুরু হয়। মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকীর সভাপতিত্বে নগরের রেজিস্টারি মাঠে এ সমাবেশ শুরু হয়। মহানগর বিএনপির সদস্যসচিব মিফতাহ সিদ্দিকীর পরিচালনায় সমাবেশে কোরআন তেলাওয়াতের পর স্বাগত বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।

বিভাগীয় সমাবেশের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানসহ অতিথিরা এরই মধ্যে সমাবেশ স্থলে এসে পৌঁছেছেন। সমাবেশে বিশেষ অতিথি থাকবেন চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসীনা রুশদীর লুনা, ড. মো. এনামুল হক চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সুহেল, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন জীবনসহ কেন্দ্রীয় নেতারা।

এর আগে দুপুর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন উপজেলা ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা রেজিস্টারি মাঠে আসতে শুরু করেন। এরই মধ্যে সমাবেশস্থলে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জড়ো হয়েছেন। বিভিন্ন স্থান থেকে মিছিল সহকারে তারা সমাবেশে যোগ দিচ্ছেন।

আওয়ামী সন্ত্রাস, সরকারের দমন-নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে, বিরোধীদলের গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের মুক্তি এবং বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দাবিতে এই সমাবেশ করছে বিএনপি।


এএফ/০১