শাবিপ্রবির লোকপ্রশাসন বিভাগের প্রধান হলেন অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকী

শাবিপ্রবি প্রতিনিধি


ফেব্রুয়ারি ০২, ২০২৩
০১:৪৫ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০২, ২০২৩
০১:৪৫ পূর্বাহ্ন



শাবিপ্রবির লোকপ্রশাসন বিভাগের প্রধান হলেন অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকী


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী।

আজ বুধবার (১ ফেব্রুয়ারী) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান।

তিনি বলেন, লোকপ্রশাসন বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকীকে দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের পর থেকে আগামী ৩ বছর এ পদে দায়িত্ব পালন করবেন তিনি। দায়িত্ব পালনকালে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক সকল ধরণের সুবিধাপ্রাপ্ত হবেন তিনি।

নিজের অনুভূতি জানিয়ে নতুন দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী বলেন, শিক্ষার্থীদের গুণগত ও সময়োপযোগী শিক্ষা নিশ্চিত করতে সকল শিক্ষকদের নিয়ে একযোগে কাজ করতে চাই। লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীদের শিক্ষা, সাংস্কৃতিক ও কো-কারিকুলার অ্যাকটিভিটিজে অংশগ্রহণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে একটি রোল মডেল বিভাগ হিসেবে তৈরি করতে। এজন্য বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি

প্রসঙ্গত, ড. মো. আশরাফ সিদ্দিকী ১৯৮০ সালে যশোর জেলার মনিরামপুর উপজেলার দিঘীরপাড় গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছয় ভাই তিন বোনের মধ্যে সকলের ছোট। তার পিতা মরহুম শামসুর রহমান ছিলেন স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইউনিয়ন পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান। তিনি ১৯৯৫ সালে যশোরের দিঘীরপাড় মাধ্যমিক বিদ্যালয় থেকে মানবিক বিভাগ থেকে ৮০০ নম্বর পেয়ে কৃতিত্বের সাথে মাধ্যমিক শেষ করেন। এরপর ১৯৯৭ সালে যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ৮২০ নম্বার পেয়ে মেধা তালিকায় স্থান করে নেন। এই অর্জনে স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রীর কাছে পুরস্কারপ্রাপ্ত হন তিনি।

পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তরে প্রথম শ্রেণীতে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। পরে ২৭তম বিসিএসে পুলিশ ক্যাডারের সুপারিশপ্রাপ্ত হয়েও শাবিপ্রবির লোকপ্রশাসন বিভাগের প্রভাষক পদে যোগদান করেন। এরপর বেলজিয়ামের এন্টয়রপ বিশ্ববিদ্যালয় থেকে গভর্নেন্স অ্যান্ড ডেভলপমেন্ট এর উপর এমএসসি ডিগ্রি অর্জন করেন। পরে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে নিউ ক্যাসেল বিশ্ববিদ্যালয় থেকে ডিজাস্টার এন্ড ম্যানেজমেন্ট এর উপর পিএইচডি ডিগ্রী অর্জন করেন। বর্তমানে তিনি শাবিপ্রবিতে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। শিক্ষাজীবনে আন্তর্জাতিক মানসম্পন্ন জার্নালে ১৭টি গবেষণা প্রকাশিত হয়েছে, যার অধিকাংশই কিউ-১, কিউ-২ এবং কিউ-৩ তে প্রকাশিত। এছাড়া  দেশীয় বিভিন্ন জার্নালে রয়েছে অসংখ্য প্রকাশনা। তিনি ইউরোপিয়ান সাইন্টিফিক জার্নাল, আর্থ সাইন্স, ডিজাস্টার জার্নালে রিভিউআর হিসেবে দায়িত্ব পালন করছেন। রিভিউ সংক্রান্ত রিকগনিশন হিসেবে তার রয়েছে অসংখ্য খ্যাতি ও অর্জন।


এইচএন-০১/এএফ-০৫