সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ১৩, ২০২৩
০২:৪৭ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ১৩, ২০২৩
০২:৪৭ পূর্বাহ্ন
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে সিলেটে সম্পন্ন হলো দুই দিনব্যাপী ফটোসাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। কর্মশালায় সহযোগিতায় ছিল কুশিয়ারা আন্তর্জাতিক কনভেনশন হল এবং সিটি কর্ণার।
আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) নগরের জিন্দাবাজারস্থ নজরুল একাডেমীতে কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসোসিয়েশনের সভাপতি শেখ আশরাফুল আলম নাসিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
সংগঠনের সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন ইবনে লস্কর রাব্বির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও কুশিয়ারা আন্তর্জাতিক কনভেনশন হল’র সত্ত্বাধিকারী হুমায়ুন আহমেদ, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা, সিলেট ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি ফরিদ আহমদ।
প্রশিক্ষকের বক্তব্য রাখেন প্রখ্যাত ফটো সাংবাদিক আবির আব্দুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী বলেন, ‘ফটো সাংবাদিকতায় প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। ফটো সাংবাদিকতা একটি গুরুতপূর্ণ পেশা। ছবি তোলার মাধ্যমে ফটো সাংবাদিকরা সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।’ পেশাদারিত্ব মাথায় রেখে সাংবাদিকদের কাজ করতে হবে মন্তব্য করে তিনি বলেন, ‘একটি ছবি দেশের ইতিহাস, ঐতিহ্য বহন করে। ভবিষৎ প্রজন্ম ছবির মাধ্যমে পূর্বের প্রজন্ম, ইতিহাস, ঐতিহ্য সর্ম্পকে ধারণা পায়। ছবি মানুষের চিন্তা-চেতনা ও বিবেকে জাগ্রত করে।’
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক শেখ আব্দুল মজিদ, কোষাধ্যক্ষ শাহীন আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: আবু বকর, নির্বাহী সদস্য মামুন হাসান, আব্দুল বাতিন ফয়সল, শাহ মোহাম্মদ কয়েস আহমদ, সংকর দাস, মাহমুদ হোসেন, জাবেদ আহমদ, ইকবাল মুন্সি, নুরুল ইসলাম, আনিস মাহমুদ, হুমায়ুন কবির লিটন, শিপন আহমদ, এইচ এম শহিদুল ইসলাম, রেজা রুবেল, পল্লাব ভট্যাচার্য, আব্দুল খালিক, মোঃ আজমল আলী, মামুন হোসেন, মো: একরাম হোসেন।
এএফ/০৭