সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ১৩, ২০২৩
০২:৩৫ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ১৩, ২০২৩
০২:৩৫ পূর্বাহ্ন
মেট্রোপলিটন ইউনিভার্সিটির (এমইউ) বোর্ড অব স্ট্রাস্টিজের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ ড. তৌফিক রহমান চৌধুরী বলেছেন, ‘শিক্ষকরা জাতির বিবেক ও শিক্ষার্থীদের অভিভাবক। মেট্রোপলিটন ইউনিভার্সিটি বরাবরই মানসম্পন্ন শিক্ষা প্রদানের ব্যাপারে সচেষ্ট। নিয়মিত শিক্ষক প্রশিক্ষণ আমাদের শিক্ষকদের দক্ষ করে তুলবে।’
আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেলে মেট্রোপলিটন ইউনিভার্সিটির অধ্যাপক এম হাবিবুর রহমান হলে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত দিনব্যাপি শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. তৌফিকুর রহমান চৌধুরী বলেন, ‘শিক্ষকরা জাতির বিবেক ও শিক্ষার্থীদের অভিভাবক। মেট্রোপলিটন ইউনিভার্সিটি বরাবরই মানসম্পন্ন শিক্ষা প্রদানের ব্যাপারে সচেষ্ট। নিয়মিত শিক্ষক প্রশিক্ষণ আমাদের শিক্ষকদের দক্ষ করে তুলবে। নিয়মকানুনের প্রতি একজন শিক্ষকের শ্রদ্ধা, তাঁর নীতিনৈতিকতা, মূল্যবোধ, শিষ্টাচার, বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় তাঁর ধ্যানধারণা শিক্ষার্থীকে দারুণভাবে প্রভাবিত করে।’
তিনি আরও বলেন, ‘নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য ইউনিভার্সিটি আইকিউএসি বছরব্যাপী পরিকল্পনা হাতে নিয়ে এগোচ্ছে। শিক্ষকদের পেশাগত উৎকর্ষ সাধনে নানা পরিকল্পনা রয়েছে ইউনিভার্সিটির।’
সমাপনি অনুষ্ঠানের শুরুতে মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব স্ট্রাস্টিজের চেয়ারম্যান বিশিষ্ঠ শিক্ষাবিদ ড. তৌফিক রহমান চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য ড. মোহাম্মদ জহিরুল হক।
বিশেষ অতিথি মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব স্ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান তানভীর এম ও রহমান চৌধুরী বলেন, ‘করোনা অতিমারিকালে মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষকরা যে দায়িত্বশীলতা ও প্রতিশ্রুতিবদ্ধতার পরিচয় দিয়েছেন তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কৃতজ্ঞতাচিত্তে স্মরণ করে।’যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের তৈরী করতে মেট্রোপলিটন ইউনিভার্সিটি এ ধরনের ওয়ার্কশপ, সেমিনার, সিম্পোজিয়াম নিয়মিতভাবে আয়োজন করবে বলেও এসময় তিনি জানান।
সভাপতির বক্তব্যে মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, ‘মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে মেট্রোপলিটন ইউনিভার্সিটি বদ্ধপরিকর। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়টিকে সেন্টার অব এক্সেলেন্সে পরিণত করতে সকল প্রচেষ্ঠা অব্যাহত রয়েছে। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের পেশাগত উৎকর্ষ সাধনে আইকিউএসসি নিয়মিতভাবে এ ধরনের ওয়ার্কশপ ও সেমিনারের আয়োজন করবে। শিক্ষার মানের সাথে মেট্রোপলিটন ইউনিভার্সিটি কোনো আপোস করবে না।‘
কর্মশালার শেষ পর্যায়ে ধন্যবাদ জ্ঞাপন করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির রেজিস্ট্রার তারেক ইসলাম। দিনব্যাপি শিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানসহ বিভিন্ন বিভাগের সকল শিক্ষক উপস্থিত ছিলেন।
সকাল সাড়ে ৯ টায় আইকিউএসিএ’র পরিচালক অধ্যাপক ড. মো. তাহের বিল্লাল খলিফার উপস্থিতিতে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য ড. মোহাম্মদ জহিরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক শীব প্রসাদ সেন ও ট্রেজারার প্রফেসর ড. সুরেশ রঞ্জন বসাক।
এএফ/০৬