সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ১২, ২০২৩
০৭:০১ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ১২, ২০২৩
০৭:০১ পূর্বাহ্ন
ভারতীয় হাই কমিশন সিলেটের উদ্যোগে মঙ্গলবার ১০ জানুয়ারি সিলেটে পালিত হলো বিশ্ব হিন্দি দিবস। প্রতি বছর এ দিনটিতে বিশ্বের বিভিন্ন দেশে এ দিবসটি পালন করে ভারতের হাই কমিশন।
১৯৭৫ সালের ১০ জানুয়ারি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্ধিরা গান্ধীর তত্ত্বাবধানে প্রথমবার হিন্দি ভাষায় সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে ৩০টি দেশের ১২২জন প্রতিনিধি উপস্থিত ছিল। পরবর্তীসময়ে ভারতের আরেক প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ২০০৬ সালের ১০ জানুয়ারি এই দিনটিকে প্রতি বছর বিশ্ব হিন্দি দিবস হিসেবে পালনের ঘোষণা দেন। এরপর থেকে প্রতিবছর ১০ জানুয়ারি ভারতে দিবসটি পালিত হয়ে আসছে। ভারত ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের ভারতের দূতাবাসে এ দিবস পালন করা হয়ে থাকে।
গত মঙ্গলবার সিলেট নগরের একটি অভিজাত হোটেলে বিশ্ব হিন্দি দিবস উপলক্ষে এক সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে সিলেটে অবস্থিত বিভিন্ন মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ভারতীয় শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতেই সিলেটের অবস্থানরত ভারতীয় সহকারী হাইকমিশনার নিরাজ কুমার জাসওয়াল আমন্ত্রিত অতিথিদের নিয়ে প্রদীপ প্রজ্জ্বলন করেন।
অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীহট্ট সংস্কৃত কলেজের প্রিন্সিপাল ড. দিলীপ কুমার চৌধুরী, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডাক্তার এ কে এম দাউদ, বাংলাদেশ মণিপুরী ডেভেলপমেন্ট সংস্থার সমর্জিত সিংহ ও মহালক্ষী গ্রীবা মহাপীঠ এর সভাপতি সুব্রত ভৌমিক চন্দন।
পরে আমন্ত্রিত ভারতীয় শিক্ষার্থীদের মধ্যে থেকে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হিন্দিতে গান, কবিতা ও নৃত্য পরিবেশন করেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে প্রাইজমানি তুলে দেন সিলেট সহকারী ভারতীয় হাইকমিশন।
অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাইকমিশনার নিরাজ কুমার জাসওয়াল বিশ্ব হিন্দি দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংবাদিক সুনীল সিংহ, সাংবাদিক রবি কিরণ সিংহ, সাংবাদিক উত্তম কাব্য প্রমুখ।
এএফ/০১