সুবিদবাজারে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক


জানুয়ারি ০৬, ২০২৩
০১:৩৬ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ০৬, ২০২৩
০১:৩৬ পূর্বাহ্ন



সুবিদবাজারে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার


সিলেট নগরের সুবিদবাজার এলাকা থেকে জান্নাত আরা শিপা নামে এক কিশোরীর (১৩) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেলে নূরানী আবাসিক এলাকার ৫১/১০ নং বাসার কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।  কিশোরীর পরিবার এ বাসায় বসবাস করে আসছিল। 

সিলেটের বিমানবন্দর থানাধীন আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম বলেন, ‘মেয়েটির মা নেই। বাবা অসুস্থ। প্রতিবেশীরা তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে সেটি নামিয়ে পুলিশে খবর দেন। পুলিশ সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে। 

সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মায়নুল জাকির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘লাশ ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। আগামীকাল শুক্রবার ময়নাতদন্ত করা হবে।’

তবে ঠিক কি কারণে এ ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত হতে পারেন পুলিশ। 

এএফ/০৩