খেলা ডেস্ক
জানুয়ারি ০৫, ২০২৩
০১:৫৯ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ০৫, ২০২৩
০১:৫৯ পূর্বাহ্ন
বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) এবারের আসরে সিলেট স্ট্রাইকার্স দলের পার্টনার হিসেবে যুক্ত হয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড।
আজ বুধবার রাজধানীর গুলশানে অবস্থিত হোটেল সিক্স সিজনে দলটির সঙ্গে চুক্তি স্বাক্ষর করে আইপিডিসি। অনুষ্ঠানে সিলেট স্ট্রাইকার্স দলের খেলোয়াড়দের পাশাপাশি উপস্থিত ছিলেন আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মো. মমিনুল ইসলাম, ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড ও সিলেট স্ট্রাইকার্সের চেয়ারম্যান সারোয়ার চৌধুরী, ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেডের ও সিলেট স্ট্রাইকার্সের ব্যবস্থাপনা পরিচালক হেলাল বিন ইউসুফ, আইপিডিসি ফাইন্যান্সের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ সামসসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
আইপিডিসির ব্যবস্থাপনা পরিচালক মো. মমিনুল ইসলাম বলেন, ‘আমরা সিলেট স্ট্রাইকার্স দলের পার্টনার হিসেবে স্পন্সর করেছি।
জার্সির বেক সাইডে আইপিডিসির লগো ব্যবহার হবে। আমরা সিলেট স্ট্রাইকার্স দলের সঙ্গে দীর্ঘমেয়াদি কাজ করতে চাই। ’
তিনি বলেন, ‘দেশের ক্রিকেটাঙ্গনের স্থানীয় সর্ববৃহৎ টুর্নামেন্টের অংশ হতে পেরে আমরা আনন্দিত এবং আমাদের দল নিয়ে আমরা ভীষণ আশাবাদী। দলে অসংখ্য প্রতিভাবান খেলোয়াড় রয়েছে এবং মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে আমরা ভক্তদের চমৎকার কিছু উপহার দিতে পারব বলে আমার বিশ্বাস। ’
মাশরাফির জন্যই কি সিলেট স্ট্রাইকার্স দলের পার্টনার হয়েছেন? সাংবাদিকদের এই প্রশ্নে জবাবে আইপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘বর্তমানে দেশের ক্রিকেটের আজকের যে অবস্থান আমরা দেখছি, এটার পেছনে নিঃসন্দেহে এককভাবে বলা হলে মাশরাফির অনেক অবদান রয়েছে। তাই ক্রিকেট ভক্তদের কাছেও মাশরাফি অনেক জনপ্রিয়তা রয়েছে।
এএফ/০৬