এই সম্মাননা পেয়ে সিলেট মিররের কাছে কৃতজ্ঞ: প্রতিক্রিয়ায় সাংবাদিক আব্দুল মালিক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ৩১, ২০২২
১১:৪১ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ০৩, ২০২৩
০৮:৪৭ অপরাহ্ন



এই সম্মাননা পেয়ে সিলেট মিররের কাছে কৃতজ্ঞ: প্রতিক্রিয়ায় সাংবাদিক আব্দুল মালিক চৌধুরী

সিলেট মিরর পুরস্কার গ্রহণ শেষে নিজের প্রতিক্রিয়া জানাচ্ছেন আব্দুল মালিক চৌধুরী

সাংবাদিকতায় অসামান্য অবদানের জন্য এ বছর সিলেট মিরর পুরস্কারে ভূষিত হয়েছেন সিলেটের সুনামধন্য প্রবীণ সাংবাদিক আব্দুল মালিক চৌধুরী। পুরস্কার হাতে নিয়ে নিজের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘সততার সঙ্গে নীতি ও নৈতিকতা বজায় রেখে যে কোনো কাজ করলে মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা পাওয়া যায়। আজ সিলেট মিরর সেটাই প্রমাণ করেছে।’

শুক্রবার (৩১ ডিসেম্বর) দৈনিক সিলেট মিরর প্রবর্তিত ‘সিলেট মিরর পুরস্কার’ আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে তুলেন দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। 

অনুষ্ঠানে  বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

পুরস্কার হাতে নিয়ে নিজের প্রতিক্রিয়ায় সাংবাদিক আব্দুল মালিক চৌধুরী বলেন, ‘কিছু পাওয়ার জন্য নয়, বরং নিছক শখের বসে সাংবাদিকতা শুরু করেছিলেন। সমাজসেবার ব্রত হিসেবে এই পথ বেছে নিয়েছিলাম। নিছক শখের বসে শুরু হলেও পরবর্তীসময়ে তা নেশা এবং এক সময় পেশায় রূপ নেয়।’ কিছু পাওয়ার জন্য এই পেশায় আসেননি মন্তব্য করে তিনি বলেন, ‘তবে আপনারা আমায় দিচ্ছেন (পুরস্কার)। আমি জানি না দীর্ঘ জীবনে মানুষের জন্য কতটা কাজ করতে পেরেছি। তবে আজ এই সম্মাননা পেয়ে আমি সিলেট মিররের কাছে কৃতজ্ঞ।’ 

তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি সততার সঙ্গে নীতি ও নৈতিকতা বজায় রেখে যেকোনো কাজ করলে মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা পাওয়া যায়। আজ সিলেট মিরর সেটাই প্রমাণ করেছে।’

এএফ/০২