গোলাপগঞ্জে ট্রাকের চাপায় মোটরসাই‌কেল আ‌রোহী‌ নিহত

গোলাপগঞ্জ প্রতিনিধি


ডিসেম্বর ২৭, ২০২২
০৩:৩৬ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৭, ২০২২
০৩:৩৬ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে ট্রাকের চাপায় মোটরসাই‌কেল আ‌রোহী‌ নিহত


সিলেটের গোলাপগঞ্জে উপজেলায় ট্রাক চাপায় জগলুল হোসেন (৩৫) নামে এক মোটরসাই‌কেল আ‌রোহী‌ ঘটনাস্থ‌লে নিহত হয়েছেন।

আজ সোমবার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের হিলালপুরে এ দুর্ঘটনা ঘটে ।

নিহত জগলুল সিলেট সিটি করপোরেশন ৪০নং ওয়ার্ডের কুচাই দক্ষিণপাড়া গ্রামের মৃত আবদুল মজিদের পুত্র। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে গোলাপগঞ্জগামী দ্রুতগতির একটি ট্রাক (ঢাকামেট্টো -ট-২৪-৬৪২৭) সিলেটগামী মোটরসাইকেল (সিলেট - হ - ১১-৯৮৬২) কে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জগলুল হোসাইন নিহত হন। ঘটনার পর পরই ঘাতক ট্রাকের চালক পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ মর্গে  পাঠায় এবং ঘাতক ট্রাক জব্দ করে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন ‘ 


এফএমএ-০১/এএফ-০২