গোলাপগঞ্জে মহান বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

গোলাপগঞ্জ প্রতিনিধি


ডিসেম্বর ২৩, ২০২২
০৪:১২ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৩, ২০২২
০৪:১৩ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে মহান বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত


সিলেটের গোলাপগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় গোলাপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর শাফি চৌধুরী এলিম ।

উপজেলা সন্তান কমান্ডের সভাপতি মনজিল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে দেন অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) পরিত্রাণ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিল্লুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সফিকুর রহমান, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. তোতা মিয়া, বীর মুক্তিযোদ্ধা মালিক উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাবেক সভাপতি গোলাম দস্তগীর খান ছামিন, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সোনা মিয়া, হানিফ আলী, মনোয়র আলী, ছায়েদ আলী, আকমল আলী।


এফএমএ-০১/এএফ-০৪