সিলেট-ভোলাগঞ্জ মহাসড়ক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কোম্পানীগঞ্জ প্রতিনিধি


ডিসেম্বর ২২, ২০২২
০২:৩৪ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ২২, ২০২২
০২:৩৪ পূর্বাহ্ন



সিলেট-ভোলাগঞ্জ মহাসড়ক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সিলেটের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রহমান মহাসড়কের (ওসমানী বমিানবন্দর- বাইপাস-সালুটিকর-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ  সড়ক) আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আজ বুধবার (২১ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এক যোগে সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কসহ দেশের ৫০টি জেলায় উন্নয়ন করা ২ হাজার ৪৯ দশমকি ১৭ কিলোমিটার দৈর্ঘ্যর ১০০ টি মহাসড়কের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। 

কোম্পানীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে প্রজেক্টরের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) সুকান্ত চক্রর্বতী, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান আয়েশা বেগম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ইয়াকুব আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফি উদ্দিন রেনু, উপজেলা নির্বাচন কর্মকর্তা জিবুন্নাহার বেগম,  কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা নাঈম হাসান প্রমুখ।

২০১৬ সালরে ৩১ মে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়ককে জাতীয় মহাসড়কে উন্নীতকরণ প্রকল্পের চুক্তি স্বাক্ষর হয়। ৪৪১ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে ৩১ কিলোমিটার দীর্ঘ এ সড়কের কাজ ২০১৮ সালরে ফেব্রুয়ারিতে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নানা কারণে কয়েক ধাপে এ প্রকল্পরে ব্যয় বেড়ে দাঁড়ায় প্রায় ৭০০ কোটি টাকা। এছাড়া ওয়েট স্কেল স্থাপনসহ আরও অনেক কাজের কারণে নির্মাণ ব্যয় হাজার কোটি টাকা ছাড়ায়।

 

এএফ/০৭