সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ২১, ২০২২
০৬:৩১ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২১, ২০২২
০৬:৩১ পূর্বাহ্ন
সিলেটে বসবাসরত ছাতকবাসীর সংগঠন ছাতক সমিতি সিলেটের নতুন কমিটি ঘোষিত হয়েছে। সর্বসম্মতিক্রমে নতুন কমিটিতে মো. ফজর আলী সভাপতি, মো. নিজাম উদ্দিন সাধারণ সম্পাদক এবং কবির আহমেদ তালুকদার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গত ১৭ ডিসেম্বর বিকেলে নগরের একটি কমিউনিটি সেন্টারের হলরুমে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত ২০২২-২০২৩ সালের দ্বিবার্ষিক সম্মেলনে এই কমিটি নির্বাচিত করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা মুহিবুর রহমান মানিক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দেশে এবং বিদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে ছাতকের অনেক গুণী ও মেধাবী সন্তানেরা। আমরা যখন প্রবাসে যাই তখন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের অনুষ্ঠানে গেলে মনেই হয় না আমরা প্রবাসে আছি। মনে হয় প্রবাসে একখন্ড বাংলাদেশ ‘
তিনি আরও বলেন, ‘ছাতক সমিতি সিলেট, সিলেটে বসবাসরত আঞ্চলিক যে কোনো সংগঠনের চেয়ে এগিয়ে আছে। সামাজিক বিভিন্ন দাবির আন্দোলনে সরব, গুণীজন সম্মাননা, কৃতি শিক্ষার্থী সম্মাননা, সফল জনক-জননী সম্মাননা সহ বিভিন্ন দুর্যোগে ছাতকের মানুষের পাশে দাঁড়িয়ে ছাতক সমিতি সিলেট প্রমাণ করেছে তারা সত্যিকারে সামাজিক ও মানবিক সংগঠন।’
প্রাণোচ্ছল উপস্থিতির প্রশংসা করে বলেন, ‘আমি যখনই ছাতক সমিতিতে এসেছি আমার কাছে মনে হয়েছে এটা ছাতকবাসীর একটি মিলনকেন্দ্র। আমি নতুন কমিটিতে যারা আসবে তাদের সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। অতীতের ঐক্য ও সম্প্রীতি বজায় রেখে সংগঠনটি যেন এগিয়ে যায় অনেকদূর সেই প্রত্যাশা করছি।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, ছাতক সমিতি সিলেটের উপদেষ্টা নাসিম হোসাইন, ছাতক সমিতি সিলেটের উপদেষ্টা মোহাম্মদ ছানাওর, ছাতক সমিতি সিলেটের উপদেষ্টা মো. আব্দুল হান্নান, ছাতক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন।
সংগঠনের সভাপতি অধ্যাপক খসরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অ্যাডভোকেট আলা উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সাইদুর রহমান।
প্রথমপর্বের অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সিলেটের জনপ্রিয় সংগীত শিল্পী সৌরভ সোহেল, বাবু লাল, মুন্নীসহ আরো অনেকেই।
এএফ/০২