কোম্পানীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখামুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫

কোম্পানীগঞ্জ প্রতিনিধি


ডিসেম্বর ১৯, ২০২২
০৬:২২ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৯, ২০২২
০৬:২৫ পূর্বাহ্ন



কোম্পানীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখামুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫


সিলেট-ভোলাগঞ্জ সড়কের কোম্পানীগঞ্জের টুকেরবাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখামুখি সংঘর্ষে ৬ জন আরোহী মধ্যে একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে। 

রবিবার রাত ৯টায় ওসমানী মেডিকেল হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় কোম্পানীগঞ্জের পূর্ব ইসলামপুর ইউনিয়নের পুরাতন বালুরচর গ্রামের মুহিবুর রহমান (৩০) নামের এক যুবক মৃত্যুবরণ করে।

এর আগে উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের টুকেরবাজার এলাকায় সিলেটগামী ও ভোলাগঞ্জগামী দু'টি মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা আহত ছয় জনকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ হাসপাতালে ভর্তি করায়। আহত ছয়জনের মধ্যে গুরুতর অবস্থায় দুই জনকে ওসমানী হাসপাতালে রেফার করে কর্তব্যরত চিকিৎসক। অন্য একজন কোম্পানীগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম রাত ১১টায় দৈনিক সিলেট মিররকে বলেন, আহত ছয় জনের মধ্যে মুহিবুর রহমান ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন।


কেএ-০১/এএফ-০১