বিজয় দিবসে বারাকা পাওয়ারের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ১৮, ২০২২
০৭:১৫ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৮, ২০২২
০৭:১৬ পূর্বাহ্ন



বিজয় দিবসে বারাকা পাওয়ারের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান


বাংলাদেশের মহান বিজয় দিবসের ৫১ বছর উপলক্ষে বারাকা পাওয়ার লিমিটেডের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার দিনব্যাপী বারাকা পাওয়ার ফেঞ্চুগঞ্জ প্ল্যান্টে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

সকালে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। এরপর শুরু হয় ক্রীড়া প্রতিযোগিতা।

সকাল ১০টা থেকে শুরু হয় কুইন হসপিটাল ও বারাকা পাওয়ার লিমিটেড প্রীতি ক্রিকেট ম্যাচ, এছাড়া বিভিন্ন বয়সী শিশুদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুরের বিরতির পর নারী অতিথিদের অংশগ্রহণে এবং এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে বক্তব্য দেন বারাকা গ্রæপের চেয়্যারম্যান ফয়সল আহমদ চৌধুরী, বারাকা পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর কাদির শাফি, বারাকা পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম আহমদ চৌধুরী প্রমুখ। 


সভায় সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ফয়সল আহমদ চৌধুরী বলেন, ‘বারাকা পাওয়ার লিমিটেড কর্মীবান্ধব হওয়ায় এবং কর্মপরিবেশ থাকায় কর্মকর্তা ও কর্মচারীরা তাদের মেধা ও যোগ্যতার বিকাশ ঘটিয়ে যাচ্ছেন। অনন্য এ প্রতিষ্ঠান প্রতিবছর তার কর্মীদের কর্মোদ্দীপনা বাড়াতে এবং উৎসাহ দিতে নানা আয়োজন করে থাকে। আজও তাই হচ্ছে। এসব কর্মকাÐ কর্মীদের আগামীর পথচলায় গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করবে, এটা আমার বিশ্বাস।’

অনুষ্ঠানে বারাকা পাওয়ার লিমিটেডের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে বেস্ট অ্যামপ্লয়ি অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ বছর ঢাকা করপোরেট অফিস ও সিলেট অফিসের মধ্যে সেরা কর্মী নির্বাচিত হয়েছেন এক্সিকিউটিভ (অ্যাকাউন্ট অ্যন্ড ফাইন্যান্স) ইলিয়াস হোসাইন, প্রথম রানার্স আপ হয়েছেন অ্যাসিস্টেন্ট কুক (জেনারেল অ্যাডমিন) মো. আবুল কালাম আজাদ এবং দ্বিতীয় রানার্সআপ ড্রাইভার (সিলেট অফিস) মো. মনির মিয়া। 

বারাকা পাওয়ার লিমিটেড ফেঞ্চুগঞ্জ ৫১ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টের এ বছরের সেরা কর্মী নির্বাচিত হয়েছেন প্ল্যান্টের অ্যাসিস্টেন্ট শিফট ইঞ্জিনিয়ার (অপারেশন) তাসনিম রওশন চৌধুরী, প্রথম রানার্সআপ হয়েছেন এসিস্টেন্ট মেইনন্টেনেন্স ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রটিক) আতাউল্লাহ মজুমদার, দ্বিতীয় রানার্সআপ হয়েছেন অ্যাসিস্টেন্ট কুক (জেনারেল অ্যাডমিন) এখলাছুর রহমান।


এএফ/০৩