হাসান নাঈম, শাবিপ্রবি প্রতিনিধি
ডিসেম্বর ১৮, ২০২২
০৫:১৫ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৮, ২০২২
০৫:১৭ পূর্বাহ্ন
মুক্তিযুদ্ধের বেদনাদায়ক স্মৃতিগুলোকে সুখ স্মৃতিতে রুপান্তর করে তা দেয়াল চিত্রের (গ্রাফিতি) মাধ্যমে ফুটিয়ে তোলে বিজয়ের উল্লাসে মেতেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রথম ছাত্রী হল কর্তৃপক্ষ ও হলের শিক্ষার্থীরা।
শনিবার (১৭ ডিসেম্বর) রাতে এ দেয়াল চিত্র উদ্বোধন করেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
এ সময় প্রথম ছাত্রী হলের প্রভোস্ট অধ্যাপক ড. জায়েদা শারমীন বলেন, বিজয় দিবস উপলক্ষে হলের শিক্ষার্থীদের আগ্রহের ভিত্তিতে আমরা দেয়ালে গ্রাফিতি অঙ্কনের উদ্যোগ নিয়েছি। আমরা চাই আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনাকে ছড়িয়ে দিতে। তাই এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছি। এছাড়া আমাদের হলের কিছু আবাসন সংক্রান্ত সমস্যা রয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলে তা সমাধানের চেষ্টা করে যাচ্ছি। আশা করি দ্রুত তা সমাধান করে দেওয়া হবে।
![]()
উদ্বোধনকালে উপাচার্য বলেন, দেশের ইতিহাসকে দেয়াল চিত্রে ধারণের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে আরো বেশি প্রস্ফুটিত করে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এটা অত্যন্ত চমৎকার একটি উদ্যোগ। এমন উদ্যোগের জন্য হল কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
তিনি বলেন, আমরা সবসময় চেষ্টা করছি হলে যে সব সমস্যা আছে তা প্রভোস্ট বডির সাথে সমন্বয় করে সমাধান করতে। আমরা চাই না কোন সমস্যার কারনে হলের শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাঘাত ঘটুক। তাই হল প্রশাসন যখন হলের সমস্যা নিয়ে আমাদের কাছে আসবে আমরা সাধ্যমত তা সমাধান করার চেষ্টা করবো।
উদ্বোধনকালে প্রথম ছাত্রী হলের প্রভোস্ট অধ্যাপক ড. জায়েদা শারমীনের সভাপতিত্বে বাংলাদেশ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম, ছাত্র উপদেশ ও নিদর্শনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীন, শাহপরাণ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. মিজানুর রহমান খান, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আবু সাঈদ আরেফিন খান, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক মোহাম্মদ সামিউল ইসলাম, বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক জোবেদা কনক খান, প্রক্টর ইশরাত ইবনে ইসমাইল, সহকারী প্রভোস্ট জোবায়দা গুলশান আরা, মাছুমা আক্তার, চন্দ্রানী নাগসহ হলের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এদিন প্রথম ছাত্রী হল ও এর অধীনে ক্যাম্পাসের বাহিরের হল আমির কমপ্লেক্স, ফজল কমপ্লেক্সের প্রায় সাড়ে ৪'শ শিক্ষার্থীকে নিয়ে বারবিকিউ পার্টির আয়োজন করে হল প্রশাসন।
এএফ/০১