নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১২, ২০২২
১১:৫২ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ১২, ২০২২
১১:৫২ অপরাহ্ন
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় একটি টিলার ওপর থেকে বিবস্ত্র অবস্থায় অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে গোয়াইনঘাটের পূর্ব জাফলং ইউনিয়নের মুজিবনগর এলাকার একটি টিলা থেকে লাশটি উদ্ধার করা হয়।
ওই টিলার প্রায় ৫০০ মিটার দূরে গোয়াইনঘাট থানার জাফলং পুলিশ ক্যাম্প অবস্থিত।
তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় জানাতে পারেনি পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর। ওই নারীর মাথার পেছনের অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে মুজিবনগর এলাকার চেয়ারম্যানটিলার ওপর স্থানীয় লোকজন লাশটি পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে দুপুরে জাফলং পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীর মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে। হত্যার আগে ওই নারীর সঙ্গে অপ্রীতিকর কিছু ঘটেছে কি না, সেটি খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় লোকজন পুলিশকে জানিয়েছেন, ওই নারীকে বেশ কিছুদিন ধরে জাফলং এলাকায় ভবঘুরে অবস্থায় ঘোরাফেরা করতে দেখা গেছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বলেন, বেলা তিনটার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের দুটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই নারীর আঙুলের ছাপ সংগ্রহ করেছে। ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
এএফ/০২