সিলেট বিভাগে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ১১ প্রতিষ্ঠান পুরস্কৃত

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ১১, ২০২২
০২:৫৮ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১১, ২০২২
০৩:০৩ পূর্বাহ্ন



সিলেট বিভাগে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ১১ প্রতিষ্ঠান পুরস্কৃত
জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২২

সিলেট বিভাগে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ১১ প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেট। 

আজ শনিবার (১০ ডিসেম্বর) নগরের একটি অভিজাত হোটেলে আয়োজিত জাতীয় ভ্যাট দিবসের অনুষ্ঠানে তাদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য গ্রেড-১ ড. আব্দুল মান্নান শিকদার আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেন। 

সিলেটের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মোহাম্মদ আকবর হোসেনের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কর অঞ্চল সিলেটের কর কমিশনার মো. আবুল কালাম আজাদ, দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমেদ, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আফজাল রশিদ চৌধুরী, সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়।

অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ  ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট-এর সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগণও সভায় উপস্থিত ছিলেন।


প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুল মান্নান শিকদার সিলেট বিভাগে যারা সর্বোচ্চ মূসক প্রদানের জন্য পুরস্কৃত হয়েছেন তাদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও দেশের নাগরিক হিসেবে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের আহবান জানান। 

সভাপতির বক্তব্যে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেট এর কমিশনার মোহাম্মদ আকবর হোসেন বলেন, মূসক ব্যবস্থা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকার ২০১৩ সাল থেকে প্রতি বছর ১০ ডিসেম্বর ‘ভ্যাট দিবস’ এবং ১০-১৫ ডিসেম্বর ‘ভ্যাট সপ্তাহ‘ উদযাপন করে আসছে।

তিনি আরও উল্লেখ করেন, সিলেটের বন্যা পরিস্থিতি, করোনা ভাইরাস মহামারির পরও বিগত বছরের ন্যায় এবার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেট এর উচ্চতর প্রবৃদ্ধির মূসক আদায় হয়েছে। সিলেটের ব্যবসায়ী এবং মূসক কর্মকর্তাদের সদিচ্ছার ফলে বিগত বছরগুলোর চেয়ে মূসক আদায় বৃদ্ধি পেয়েছে। অনলাইনে ভ্যাট নিবন্ধন, অনলাইনে ভ্যাট রিটার্ন, অনলাইনে কর পরিশোধ ও ইএফডি ব্যবহারে সবাইকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে সিলেট বিভাগের সর্বোচ্চ ভ্যাট প্রদানের জন্য পুরস্কার প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে, উৎপাদন ক্যাটাগরিতে সিলেটে মেসার্স ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিডেট, ব্যবসা ক্যাটাগরিতে মেসার্স ইফাত এসোসিয়েট, সেবা ক্যাটাগরিতে সিলেট ক্যাবল সিস্টেমস প্রা. লি., উৎপাদন ক্যাটাগরিতে মৌলভীবাজার জেলার মেসার্স সুমা ফুড-১, ব্যবসা ক্যাটাগরিতে মেসার্স এম.বি ক্লথ স্টোর, সেবা ক্যাটাগরিতে মেসার্স স্বাদ এন্ড কোং, সুনামগঞ্জে জেলায় উৎপাদন ক্যাটাগরিতে মেসার্স আকিজ প্লাস্টিক লি., ব্যবসা ক্যাটাগরিতে মেসার্স পি.কে ট্রেডিং এজেন্সি, সেবা ক্যাটাগরিতে মেসার্স পানসী রেস্টুরেন্ট, হবিগঞ্জ জেলায় ব্যবসা ক্যাটাগরিতে মেসার্স শরীফ ইলেকট্রনিক্স, সেবা ক্যাটাগরিতে মেসার্স আল-আমিন ফুড ফেয়ার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।

প্রসঙ্গত,  ১০ ডিসেম্বর “জাতীয় ভ্যাট দিবস’ এবং ১০-১৫ ডিসেম্বর “জাতীয় ভ্যাট সপ্তাহ” দেশব্যাপী একই সাথে পালিত হচ্ছে। এবারের ভ্যাট সপ্তাহের প্রতিপাদ্য বিষয় হলো- “উন্নয়নের ভ্যাট নীতি, ভ্যাট দিয়ে গড়ব জাতি”।