জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
ডিসেম্বর ০৫, ২০২২
০৯:৫৬ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৫, ২০২২
০৯:৫৭ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুর উপজেলায় মোক্তার হোসেনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। দাফন সম্পন্ন, মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পুলিশ সূত্রে জানা যায়, দরবস্ত তেলিজুরী গ্রামের রহমান উল্লার ছেলে মোক্তার হোসেনের লাশ সিলেট-তামাবিল মহাসড়কের সংযোগ সড়ক তেলিজুরী রাস্তার কাছে গতকাল রবিবার দুপুরে উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানি হাসপাতালে প্রেরণ করে পুলিশ। আজ দুপুরে আইনি প্রক্রিয়া শেষে মোক্তার হোসেনের লাশ পরিবারের নিকট মোক্তার হোসেনের লাশ হস্তান্তর করে পুলিশ। লাশ হস্তান্তরের পর বিকাল ৪টায় তেলিজুরী গ্রামে নামাজে জানাজা শেষে সামাজিক কবরস্থানে লাশ দাফন সম্পন্ন করা হয়।
অপরদিকে মোক্তার হোসেন হত্যাকান্ডের ঘটনায় পরিবারের পক্ষ হতে জৈন্তাপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানান মোক্তার হোসেনের নিকট আত্মীরা। আইনগত প্রক্রিয়ার কারনে এবং লাশ দাফনের জন্য মামলা দায়ের বিলম্ব হচ্ছে বলেও জানান পরিবারের সদস্যরা।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, মোক্তার হোসেনের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ হতে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। অভিযোগ প্রাপ্তির পর পর মামলা হিসাবে রের্কড করা হবে। তবে হত্যা কান্ডের ঘটনারক্রু উদ্ধারে পুলিশি তদন্ত চলছে এখন পর্যন্ত কোন সন্দিগ্ধ আসামী গ্রেফতার কিংবা জিজ্ঞাসাবাদের জন্য কাইকে আটক করা হয়নি। দ্রæত সময়ের মধ্যে হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে।
আরকেএস-০১/এএফ-০২