পাহাড় কাটার অভিযোগে জৈন্তাপুরে ৫০ হাজার টাকা জরিমানা

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি


ডিসেম্বর ০৫, ২০২২
০২:৪৪ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৫, ২০২২
০২:৪৪ পূর্বাহ্ন



পাহাড় কাটার অভিযোগে জৈন্তাপুরে ৫০ হাজার টাকা জরিমানা


সিলেটের জৈন্তাপুরে উপজেলা অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে একটি ট্রাক আটক ও মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জৈন্তাপুরের চিকনাগুল ইউনিয়নের ঠাকুরের মাটি গ্রামে গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্যাট ও সহকারি কমিশনার (এসিল্যান্ড) রিপামনি দেবী এ অভিযান পরিচালানা করেন।

এসময় অবৈধভাবে টিলার মাটি কাটা এবং মাটি পরিবহন করায় একটি ট্রাক আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় ৷ সঙ্গে সঙ্গে দন্ডের টাকা আদায় এবং অবৈধভাবে পাহাড় কাটার মাটি পরিবহন না করার মর্মে লিখিত অঙ্গীকার করায় ট্রাক চালককে ছাড়া হয় ৷ অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান কঠোরভাবে চলমান থাকবে।

উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্যাট ও সহকারি কমিশনার (এসিল্যান্ড) রিপামনি দেবী বলেন, উপজেলা জুড়ে মোবাইল কোর্ট নিয়মিত পরিচালনা হচ্ছে ৷ গোপন সংবাদের ভিত্তিত্বে খবর পেয়ে অভিযান করা হয় ৷ মাটি পরিবহনের দায়ে ট্রাক চালকে জরিমানা করা হয়েছে ৷ পাহাড় ও টিলা কর্তনের দায়ে কর্তনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে ৷ 


আরকেএস-০২/এএফ-০৯