সিলেটে পাসের হার ৭৮.৮২ শতাংশ

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ২৮, ২০২২
০৯:৫৪ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২৮, ২০২২
০৯:৫৪ অপরাহ্ন



সিলেটে পাসের হার ৭৮.৮২ শতাংশ

\

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৭৮ দশমিক ৮২ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৫৬৫ জন পরীক্ষার্থী।

আজ সোমবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টা অনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে অনলাইনে সংযুক্ত হয়ে ফলের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রধানমন্ত্রী। ফল প্রত্যাশীরা সংশ্লিষ্ট ওয়েবসাইট ও খুদে বার্তার মাধ্যমে ফল দেখতে পাচ্ছেন। অনেকে স্কুলের নোটিশ বোর্ডের সামনে গিয়েও ভিড় করেন। 

১৫ সেপ্টেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। করোনা পরিস্থিতি ও বন্যার কারণে দীর্ঘদিন আটকে থাকার পর অনুষ্ঠিত হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়।


এএফ/০২