শাবিপ্রবির মুজতবা আলী হলে খেলাধুলার সামগ্রী পেলেন শিক্ষার্থীরা

শাবিপ্রবি প্রতিনিধি


নভেম্বর ২৮, ২০২২
০৫:৩৮ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ২৮, ২০২২
০৫:৩৮ পূর্বাহ্ন



শাবিপ্রবির মুজতবা আলী হলে খেলাধুলার সামগ্রী পেলেন শিক্ষার্থীরা


খেলাধুলার মাধ্যমে মননশীলতা বিকাশে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সৈয়দ মুজতবা আলী হলের শিক্ষার্থীদের খেলাধুলার সামগ্রী বিতরণ করেছে হল প্রশাসন।

রবিবার(২৭ নবেম্বর) সন্ধ্যায় মুজতবা আলী হলের কনফারেন্স কক্ষে খেলাধুলার এ সামগ্রী বিতরণ করেন প্রভোস্ট অধ্যাপক ড. মো. আবু সাঈদ আরেফিন খান।

খেলাধুলার সামগ্রীগুলোর মধ্যে ক্রিকেট ব্যাট-বল, স্ট্যাম্প, ফুটবল, ভলিবল, হ্যান্ডবল, ব্যাডমিন্টনের সরঞ্জাম, দাবা বোর্ড, লুডুসহ ইত্যাদি সামগ্রী রয়েছে।


এ বিষয়ে হল প্রভোস্ট বলেন, আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি হলের শিক্ষার্থীদের সুন্দর একটা পরিবেশ উপহার দিতে। হলে মানসম্মত খাবার, পড়াশোনার পরিবেশ, উচ্চ গতি সম্পন্ন নেটওয়ার্কসহ বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করতে। আমরা সে লক্ষ্যে সবসময় কাজ করছি। শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করে নিজেদের মননশীলতা বিকাশের সুযোগ পায় সেটা  আমাদের লক্ষ্য, আর সে লক্ষ্যকে সামনে রেখে আজকে শিক্ষার্থীদের জন্য খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে।

আরেফিন খান বলেন, হলের পরিবেশ ঠিক রাখতে আমরা সমসময় বিভিন্ন কিছু তদারকিতে রাখি। ফলে শিক্ষার্থীদের সমস্যা, চাওয়া পাওয়া নিয়ে তাদের সাথে আলোচনা করা হয়। আমরা আমাদের সাধ্যমত তাদের অভাবগুলো পূরণ করার চেষ্টা করি। এ হলে আধুনিক সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে। হলের চারপাশে সৌন্দর্য বর্ধনে ফলজ, বনজ ও ফুলের গাছ লাগানো হয়েছে। আমরা চাই মুজতবা আলী হল হবে পরিপূর্ণ ও আদর্শিক হল।

এ সময় সহকারী প্রভোস্ট সহকারী অধ্যাপক মো. হযরত আলী, সহকারী অধ্যাপক আসিফ মাহমুদ, সহকারী অধ্যাপক পঙ্কজ কুমার দাশ, সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিক, সহকারী অধ্যাপক অভিজিৎ মজুমদার প্রভাষক মাহাবুব আলমসহ হলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


এইচএন-০১/এএফ-০১