জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :
নভেম্বর ২১, ২০২২
১০:৪২ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ২১, ২০২২
১০:৪২ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুর উপজেলা নিজপাট ইউপির নয়াবাড়ী গ্রামে নৃত্ত্বাতিক জনগোষ্টি খাসিয়া সম্প্রদায়ের ভূমিতে সমাদগংদের স্থাপিত টংঘরটি সরিয়ে নিয়েছে উপজেলা প্রশাসন। ভূমি জরিপ না হওয়া পর্যন্ত বিরোধপূর্ণ ভূমি উভরপক্ষের প্রবেশের উপরও নিষেদাজ্ঞা জারী করা হয়।
আজ সোমবার (২১ নভেম্বর) দুপার ১২টায় জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলাম, সহকারি কমিশনার (এসিল্যান্ড) রিপামনি দেবী, উপজেলা ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, জৈন্তাপুর মডেল থানার অফিসার ফোর্সগন, নিজপাট ও জৈন্তাপুর ইউপির সদস্যগন, উভয় পক্ষের লোকজনের উপস্থিতিতে সামাদগং কর্তৃক স্থাপিত টংঘরটি খাসিয়াদের ভূমি হতে সরিয়ে নেওয়া হয়। উভয়পক্ষকে উল্লেখিত ভূমির জরিপ শেষ না হওয়া পর্যন্ত কাউকে প্রবেশ না করতে নির্দেশ জারী করা হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্যাট ও নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম বলেন, উভয় পক্ষের লোকজন একে অন্যার প্রতিবেশি হিসাবে যেভাবে বসবাস করে আসছেন এভাবে চলাফেরা করবেন। কাগজপত্র অনুযায়ী ভূমির জরিপ কাজ সম্পাদন করে সীমানা চিহ্নিত করা হবে। ভুমি চিহ্নিত না হওয়া পর্যন্ত ভূমি উভয়পক্ষের লোকজনদের প্রবেশে নিষদাজ্ঞা জারি করা হয়েছে।
আরকেএস-০১/এএফ-০৫