নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২০, ২০২২
০৫:২৬ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ২০, ২০২২
০৫:২৬ পূর্বাহ্ন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আমাদের সভা সমাবেশ করতে যত টাকা খরচ হয় তার চার গুণ টাকা সরকার খরচ করে সেটি পণ্ড করার জন্য।’ তিনি আরো বলেন, ‘সরকার বাস, ট্রাক মালিকদের বাধ্য করে হরতাল দিয়ে প্রতিটি সমাবেশকে ব্যর্থ করার চেষ্টা করেছে।’
তিনি আজ শনিবার (১৯ নভেম্বর) বিকেলে সিলেটের চৌহাট্টাস্থ আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন।
সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে গণসমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকীর পরিচালনায় গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, কেন্দ্রীয় নির্বাহী সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হাসান জীবন, নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক জি কে গৌছ, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, সহ শ্রম বিষয়ক সম্পাদক নিলুফার ইয়াসমিন প্রমুখ।
প্রধান বক্তার বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘সরকার বাস ট্রাক মালিকদের বাধ্য করে হরতাল দিয়ে প্রতিটা সমাবেশকে ব্যর্থ করার চেষ্টা করেছে। জনগণ তার উচিত জবাব দিয়েছে। সকল বাধা অতিক্রম করে সবাই বুক ফুলিয়ে এই গণতান্ত্রিক আন্দোলনের ডাকে সারা দেশে সভা সমাবেশগুলোকে সফল করছে।’
তিনি সরকারের কাছে প্রশ্ন রেখে বলেন, ‘আজকে সরকারের কাছে জানতে চাই, বিএনপির সমাবেশকে ভণ্ডুল করার জন্য পোষাকীয় ও অপোষাকে প্রশাসনের পুলিশ-বাস, ট্রাক, লেগুনা এগুলো বন্ধ করে প্রতিদিন বাংলাদেশের কত কোটি টাকা ক্ষতিগ্রস্ত করেছেন।’
তিনি আরো বলেন, ‘আর সরোয়ার্দী উদ্যানে বাংলাদেশের বাস মালিকদের কাছ থেকে বিনা পয়সায় কয় হাজার বাস আনলেন। জনপ্রতি হাজার টাকা, মাথায় ক্যাপ, গায়ে লুঙ্গি, ফুটপাতের হকার আর গাড়ি চালকের সহযোগী যারা থাকে তাদের বাধ্যতামূলক জোর করে এবং পুলিশ বাহিনীর ৩০ হাজার লোককে আপনারা জড়ো করেছেন। তাতে আপনারা কত টাকা খরচ করেছেন এর হিসাব জনগণকে দিতে হবে।’
রাষ্ট্রিয় কোষাগার থেকে টাকা লুট করে দলীয় কর্মকাণ্ড করা হচ্ছে অভিযোগ তুলে তিনি বলেন, ‘আমাদের সভা সমাবেশ করতে যত টাকা খরচ হয় তারচেয়ে চারগুণ বেশি টাকা সরকার খরচ করে এটা পণ্ড করার জন্য। তারপরও সভা হয়, সমাবেশ হয়। থামায়া রাখতে পারেনি।’
এএফ/০৮