নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৯, ২০২২
০৮:০২ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ১৯, ২০২২
১১:২৩ অপরাহ্ন
সকাল থেকেও খণ্ড খণ্ড মিছিল নিয়ে সকাল থেকে বিভিন্ন স্থানের নেতাকর্মীরা ছুটেন বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশ স্থল আলিয়া মাদরাসা মাঠে। নগরীর চিত্র যেন বিএনপির দখলে সিলেটের রাজপথ। নগরীর বিভিন্ন সড়ক থেকে সমাবেশের দিকে মিছিল অগ্রসর হচ্ছে। সমাবেশের আগেই মাঠ কানায় কানায় ভর্তি হয়ে রাস্তায়ও লোকসমাগত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপি নেতারা।
নিত্যপণ্যের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার স্থায়ী মুক্তির দাবিতে সিলেটে বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। দুপুর ২টায় সিলেট মহানগরের চৌহাট্টা এলাকার আলিয়া মাদরাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ইতোমধ্যে সিলেট এসে পৌঁছেছেন।
শুক্রবার বিকালেই পুরো মাঠ নেতাকর্মীতে পূর্ণ হয়ে যায়। রাতেও কিছুক্ষণ পরপর মিছিল সহকারে বিভিন্ন স্থানে থেকে আসতে থাকেন নেতাকর্মীর। শুক্রবার মধ্যরাতেই আলিয়া মাঠ হয়ে উঠে উৎসবের ময়দান।
এর আগে শুক্রবার বিকালেই মিছিলের মহানগরে পরিণত হয় সিলেট। দুপুরের পর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আলিয়া মাঠে আসেন বিভিন্ন স্থানের বিএনপি নেতাকর্মীরা। আজ সকালে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের হাজারো নেতাকর্মী নিয়ে মিছিল সহকারে সমাবেশস্থলে যান সিলেট-৬ আসনের (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) বিএনপির সাবেক সংসদ সদস্য প্রার্থী ও সিলেট জেলা বিএনপি নেতা ফয়ছল আহমদ চৌধুরী। এর আগে শুক্রবার রাতে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের হাজার হাজার নেতাকর্মী নিয়ে মিছিল সহকারে সমাবেশস্থল আলিয়া মাদ্রাসা মাঠ প্রদক্ষিণ করেছেন সিলেট-৬ আসনের (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) বিএনপির সাবেক সংসদ সদস্য প্রার্থী ও সিলেট জেলা বিএনপি নেতা ফয়ছল আহমদ চৌধুরী। মিছিলে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার বিএনপির শীর্ষ নেতারা অংশ নেন।
বিকালে সুনামগঞ্জের ছাতক থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমানের নেতৃত্বে কয়েকশ' মোটরসাইকেল নিয়ে মিছিল সহকারে আসেন নেতাকর্মীরা। এছাড়াও সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি আনিসুল হকের নেতৃত্বে জেলার তাহিরপুর-মধ্যনগর-জামালগঞ্জ-ধর্মপাশা থেকে কয়েব'শ নৌকা ও মোটরসাইকেলে বিএনপি নেতাকর্মীরা ছুটে আসেন সমাবেশস্থলে।
এই গণসমাবেশকে কেন্দ্র করে ধর্মঘটের কবলে পড়েছে পুরো সিলেট বিভাগ। সিলেট জেলায় দুটি পরিবহন শ্রমিক সংগঠন সাংঘর্ষিক দাবি নিয়ে ডেকেছে ধর্মঘট। বাকি ৩ জেলার মধ্যে হবিগঞ্জে অনির্দিষ্টকালের এবং মৌলভীবাজার ও সুনামগঞ্জে শনি-রবিবার এই দুইদিন পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহন শ্রমিক নেতারা।
এএন/০৪