ভাটি অঞ্চলের হাজারো নেতাকর্মী আসলেন নৌকা ও মোটরসাইকেলে

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ১৯, ২০২২
০৭:১২ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ১৯, ২০২২
০৭:৪৯ অপরাহ্ন



ভাটি অঞ্চলের হাজারো নেতাকর্মী আসলেন নৌকা ও মোটরসাইকেলে
বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশ


সুনামগঞ্জের তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর, ধর্মপাশা ও বিশ্বম্ভরপুর উপজেলার হাওর এলাকা থেকে শতাধিক ইঞ্জিন নৌকা দিয়ে সিলেট আসেন হাজারো নেতাকর্মী। এছাড়াও এসব এলাকা থেকে হাজারো মোটরসাইকেলে নেতাকর্মীরা আসলেন বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশে। সিলেট সরকারি আলিয়া মাদ্রসা মাঠে আয়োজিত সমাবেশে আসতে পথে পথে বাধার সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ করেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক। তিনি বলেন, বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশ বাধাগ্রস্ত করতে সরকারের ইশারায় বিভাগ জুড়ে অন্যায্য পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। তাই হাওর এলাকা থেকে নদী পথে নৌকা দিয়ে এবং সড়ক পথে মোটরসাইকেল দিয়ে সমাবেশ সফল করতে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা সিলেট আসেন। 


তাহিরপুর ও ধর্মপাশার ভাটি অঞ্চল থেকে নৌকা দিয়ে দুই দিনে বিএনপির নেতাকর্মীলা সিলেট পৌঁছেন। আসার পথে নৌকাতেই রান্না করে খাওয়ার খেয়েছেন তারা। প্রতিটি নৌকায় ছিল স্থানীয় বাউল শিল্পী। বাউলরা গান গান আর থালে থালে নেতাকর্মী ও সমর্তকরা খালেদা জিয়ার মুক্তির শ্লোগান দেন। অনেকটা পিকনিক মুডেই ভাটি অঞ্চলের নেতাকর্মীরা নৌ পথে সিলেট আসেন। নগরের কাজীবাজার ঘাটে নৌকা রেখে সেখান মিছিল সহকারে যোগ দেন সমাবেশে। তৃণমুল কর্মীরা জানান তাহিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আনিসুল হকের ব্যবস্থাপনায় হাজারো নেতাকর্মী তাহিরপুর, জামালগঞ্জ ও ধর্মপাশা উপজেলা থেকে সিলেট সমাবেশ আসেন।

এছাড়াও ভাটির জনপদ দোয়ারাবাজার, শাল্লা থেকে নৌকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে আসেন।

এএন/০১