রাজপথে খণ্ড খণ্ড মিছিল, আলিয়া মাদ্রাসা স্লোগানে মুখর

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ১৮, ২০২২
১০:১৯ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ১৮, ২০২২
১০:২০ অপরাহ্ন



রাজপথে খণ্ড খণ্ড মিছিল, আলিয়া মাদ্রাসা স্লোগানে মুখর

সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফল করতে সমাবেশস্থলে সারাদিন থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন বিভিন্ন জেলা উপজেলার নেতাকর্মীরা। তাদের মিছিল থেকে সরকার বিরোধী নানা স্লোগান দেয়া হচ্ছে। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে সিলেট নগরের চৌহাট্টায় অবস্থিত সরকারি আলিয়া মাদ্রাসার মাঠ। 

আজ শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে নগরের আলিয়া মাদ্রাসা মাঠে গিয়ে দেখা গেছে সমাবেশস্থলে নেতাকর্মীদের উপচেপড়া উপস্থিতি। বিভিন্ন সড়ক দিয়ে সমাবেশস্থলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা আলিয়া মাঠে আসছেন।

বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার, সংসদ বিলুপ্ত ও সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিভিন্ন বিভাগে বিএনপি বিভাগীয় সমাবেশ করছে। ইতিমধ্যে কয়েকটি বিভাগ ও ফরিদপুর জেলায় গণসমাবেশ করেছে দলটি। তারই ন্যায় সিলেটেও আগামী শনিবার (১৯ নভেম্বর) গণসমাবেশ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি। 

এদিন সিলেট সরকারি আলিয়া মাঠে অনুষ্ঠিতব্য গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমঙ্গীর।

শুক্রবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়- মাঠের এক পাশে তৈরি করা হয়েছে মঞ্চ তৈরি। মাঠে চলছে মাইক টানানো হয়েছে এবং মাঠের দুই পাশে দুটি ‘বড় পর্দা’ লাগানো হয়েছে। মাঠে হাজারও বিভিন্ন স্থান থেকে আসা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। বেশকিছু নেতাকর্মী  একেকজন একেক দায়িত্ব পালন করছেন। প্রত্যেকেই আছেন ফুরফুরে মেজাজে।

মঞ্চের তিন পাশে নির্মাণ করা হয়েছে বিভাগের বিভিন্ন এলাকা নেতাদের উদ্যোগে ক্যাম্প। ক্যাম্পে ক্যাম্পে চলছে রান্না ও খাবারে আয়োজন। ক্যাম্পগুলোতে মওজুদ করে রাখা হয়েছে চালের বস্তা, তেল ও রান্নার সামগ্রী। প্রতিটি ক্যাম্পেই বড় বড় ডেকচিতে হচ্ছে রান্নাবান্না। 

জুম্মার নামাজের পর প্রতিটি ক্যাম্পে খাবার পরিবেশন করা হয়। প্রত্যেক ক্যাম্পেই নিজেদের মানুষ ছাড়া অন্যান্য নেতাকর্মীদেরও খাবার দেওয়া হয়।

এছাড়াও মাঠের প্রবেশমুখে ‘ডা. জোবায়দা রহমান ফ্রি ফুড ক্যাম্প’। এ ক্যাম্প থেকে সমাবেশস্থলে আসা নেতাকর্মীদের পানি ও শুকনো খাবার বিতরণ করা হচ্ছে।


এএফ/০১