সাংবাদিকদের নিয়ে জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির খানের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ১৮, ২০২২
০৮:৩৫ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ১৮, ২০২২
০৮:৫৪ অপরাহ্ন



সাংবাদিকদের নিয়ে জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির খানের মতবিনিময়
দুর্নীতি মুক্ত ও গতিশীল জেলা পরিষদ গঠনের অঙ্গীকার

সিলেট জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান বলেছেন সকলের সহযোগিতা নিয়ে সততা ও নিষ্ঠার সাথে জেলা পরিষদের মাধ্যমে সিলেটের সামাজিক উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্ঠা চালাবো।

বৃহস্পতিবার নগরের একটি কমিউনিটি হলে সিলেটের সাংবাদিকদের সাথে মধ্যাহৃ ভোজ পূর্ব মতবিনিময় কালে এ কথা বলেন তিনি।

দুর্নীতি মুক্ত ও গতিশীল জেলা পরিষদ গঠনের অঙ্গীকার ব্যক্ত করে এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান বলেন, সাংবাদিকদের সাথে আমার আত্মার সম্পর্ক। সিলেটের সাংবাদিকদের সাথে আমি সব সময় একাত্ম ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো।

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা বারের পিপি এডভোকেট মো. নিজাম উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নুর, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিলেট মিরর সম্পাদক আহমেদ নুর, সিনিয়র সাংবাদিক আল আজাদ, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির, সাংবাদিক মুহিত চৌধুরী, সাংবাদিক সামির মাহমুদ, সাংবাদিক মকসুদ আহমদ, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, সাবেক সভাপতি আব্দুল বাতেন ফয়সল, ইমজা’র সহ-সভাপতি দিগেন সিং প্রমুখ।

এসই/০১