সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ১৭, ২০২২
০৫:৩৭ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ১৭, ২০২২
০৫:৩৭ পূর্বাহ্ন
স্বেচ্ছাসেবী সংস্থা 'স্বপ্ন ফাউন্ডেশন'-এর উদ্যোগে বিগত বন্যায় সিলেটের গৃহহারা মানুষের গৃহ পুনর্নির্মাণ প্রকল্পের তৃতীয় নির্ধারিত স্থান সিলেটের শাহপরান থানার মুক্তির চক গ্রামে চলমান ঘরের কাজ পরিদর্শন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরিয়ম চৌধুরী।
এ সময় তিনি বন্যায় গৃহহারা মানুষের সাথে মতবিনিময় করে তাদের অভিব্যক্তি শুনেন এবং কাজের প্রতি আনন্দ প্রকাশ করেন। তিনি সত্যিকারের ক্ষতিগ্রস্তদের খুঁজে বের করে সঠিকভাবে কাজ সম্পাদন করায় ফাউন্ডেশনের দেশীয় দায়িত্বশীলদের ধন্যবাদ জানান।
প্রকল্প পরিদর্শনে তার সঙ্গে ছিলেন ফাউন্ডেশনের সদস্য হাফিজ মাওলানা জামিল আহমদ চৌধুরী, রাফাত হুমায়ূন, কবি রেজাউল হক, এলাকার বিশিষ্ট আলিম ও সমাজসেবী মাওলানা সিদ্দিক আহমদ, সাংবাদিক লিটন আহমদ, ফটোগ্রাফার সাইয়্যিদ মুজাদ্দিদ, রোটারিয়ান আব্দুল আহাদ সুমন প্রমুখ।
উল্লেখ্য, স্বপ্ন ফাউন্ডেশন তার অন্যান্য কার্যক্রমের পাশাপাশি সিলেটের বিগত আকস্মিক বন্যায় গৃহহারাদের গৃহ পুনর্নির্মাণের উদ্যোগ নেয়। সে ধারাবাহিকতায় সিলেটের কানাইঘাটে ৮টি, নেত্রকোনায় ১টি, সুনামগঞ্জে ১টি ঘর পুনর্নির্মাণ সম্পন্ন হয়। পরবর্তী প্রজেক্ট সিলেটের শাহপরান থানার মুক্তির চক গ্রামের ৪টি ঘরের কাজ চলমান। যা মাসখানেকের ভেতর শেষ হবে বলে সংগঠনের কর্মীরা আশাবাদ ব্যক্ত করেছেন। তারা এ রকমের জনকল্যাণমুখী কাজে সবার দুআ, সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেন।
এএফ/০৬