অন্যায়ের প্রতিবাদ জানাতে গণসমাবেশে যোগ দিন: ফয়সল চৌধুরী

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ১৭, ২০২২
০২:৩৯ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ১৭, ২০২২
০২:৩৯ পূর্বাহ্ন



অন্যায়ের প্রতিবাদ জানাতে গণসমাবেশে যোগ দিন: ফয়সল চৌধুরী

সিলেট-৬ আসনে (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) ধানের শীষ প্রতীকের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ও সিলেট জেলা বিএনপির নেতা ফয়ছল আহমদ চৌধুরী বলেছেন, ‘বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে সিলেট বিভাগজুড়ে গণজোয়ার সৃষ্টি হয়েছে। জনসমাগম ঠেকাতে সরকার বিভিন্ন অপকৌশল করছে। মানুষ স্বাধীনভাবে বাঁচতে চায় । তাই বিএনপির নৈতিক আন্দোলনে মানুষ সমর্থন দিয়েছে।’ কোন অপশক্তিই ১৯ নভেম্বরের গণসমাবেশকে ঠেকাতে পারবে না মন্তব্য করে তিনি বলেন, ‘সিলেটের গণসমাবেশে জনতার ঢল নামবে। সরকারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সাবাইকে সমাবেশে যোগ দিতে হবে।’

আজ বুধবার (১৬ নভেম্বর) গোলাপগঞ্জ  উপজেলার ১নং বাঘা ইউনিয়নের বাঘা পরগনা বাজার ও সোনাপুর বাজার এলাকায় বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করতে গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাঘা ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে আয়োজিত পথসভায় ১নং বাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম কলিমের  সভাপতিত্বে উপজেলা বিএনপির সহ-সভাপতি সেলিম আহমদের পরিচালনা পথসভায় বিশেষ অতিথি ছিলেন ও বক্তব্য দেন পৌর বিএনপি সভাপতি মশিকুর রহমান মহী, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান ফয়সাল, বিএনপির সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, সদস্য ফারুক আল মাহমুদ, বাঘা ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি জামাল আহমদ, বিএনপি নেতা আনা মিয়া, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাকারিয়া শাহজাহান, বাঘা ইউনিয়ন যুবদল নেতা সুহিন আহমদ, বাঘা ইউনিয়ন ছাত্রদলের সহ-সম্পাদক জাকির হুসেন, মুহিবুল ইসলাম, মন্জুর আহমদ জাকির, রুমেল, আহবাব, সালমান, সাইদুল, শ্রমিক দলের সভাপতি হানিফ আহমদ, আব্দুল আহাদসহ উপজলো, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতৃবৃন্দ।


এএফ/০৫