মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষা ১৮ ও ১৯ নভেম্বর

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ১৬, ২০২২
০৭:৫২ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ১৬, ২০২২
০৭:৫২ পূর্বাহ্ন



মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষা ১৮ ও ১৯ নভেম্বর
চূড়ান্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা আগামী ১৮ ও ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। উপজেলার বাঘা আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয়ে দুই শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় নগরের মীরবক্স টুলায় চূড়ান্ত প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আয়োজক সূত্রে জানা গেছে, গোলাপগঞ্জের উপজেলার বাঘা ইউনিয়ন কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আওতাধীন ১১টি স্কুলের প্রায় আড়াইশ শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশ নেবে। ‘এ’ ও ‘এ+’ গ্রেডপ্রাপ্ত শিক্ষার্থীরা এই বৃত্তি পাবেন। সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠানের ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এছাড়া আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে পরীক্ষার ফল প্রকাশ এবং মাঝামাঝি সময়ে বৃত্তি প্রদান অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। 


গতকাল চূড়ান্ত প্রস্তুতি সভায় ভার্চুয়ালি অংশ নেন মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী। 

সভায় অন্যান্যের মধ্যে ছিলেন মেধাবৃত্তি পরীক্ষা বাস্তবায়ন ও পরিচালনা কমিটির সভাপতি আব্দুল ফজল চৌধুরী, মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ফাউন্ডেশনের উপদেষ্টা ফাহিম আহমদ চৌধুরী, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া চৌধুরী, বাঘা ইউনিয়ন কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল হাসনাত আলম, সহসভাপতি জাহাঙ্গীর আলম সুহেল, সাধারণ সম্পাদক বদরুল হক, সাংগঠনিক সম্পাদক ফয়জুর রহমান সুমন প্রমুখ।


এএফ/০২