ঢাকাদক্ষিণ সরকারি কলেজের শিক্ষক ফয়সল আহমদ এর ইন্তেকাল

গোলাপগঞ্জ প্রতিনিধি


নভেম্বর ১৬, ২০২২
০৭:১২ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ১৬, ২০২২
০৭:১২ পূর্বাহ্ন



ঢাকাদক্ষিণ সরকারি কলেজের শিক্ষক ফয়সল আহমদ এর ইন্তেকাল

ঢাকাদক্ষিণ সরকারি কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক ফয়সল আহমদ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬।  তিনি স্ত্রী ও ২ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জানাযার নামাজ রাত ৮টায় নিজ এলাকা উপজেলার লক্ষিপাশা ইউনিয়নের দক্ষিণ রাম্প ঈদগাহে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থান তাকে সমাহিত করা হয় ।

জানাযার পূর্বে তার সম্পর্কে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন - সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, ঢাকাদক্ষিণ সরকারি কলেজের অধ্যক্ষ আবদুর রহিম, ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল আমিন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নজমুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ সম্পাদক শাহাব উদ্দিন, কাউন্সিলর রুহিন আহমদ খান, লক্ষিপাশা ইউনিয়নের চেয়ারম্যান মাহতাব উদ্দিন জেবুল ।

পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন - মরহুমের ভাই বাংলাদেশ ব্যাংকের পরিচালক খালেদ আহমদ। জানাযার নামাজে ইমামতি করেন মাওলানা মহিবুর রহমান । জানাযার নামাজে উপস্থিত ছিলেন - গোলাপগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান, ফেন্সুগঞ্জ কলেজের অধ্যক্ষ আবদুল জলিলসহ সরকারি, বেসরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, শিক্ষক, ছাত্র,  এলাকাবাসীসহ বিপুল সংখ্যক মানুষ । 

এদিকে তার মৃত্যুতে ঢাকাদক্ষিণ সরকারি কলেজের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

এফএম-০১/এসই-০৫