কোনো বাধা বিএনপির সমাবেশে জনস্রোত ঠেকাতে পারবে না: ফয়সল চৌধুরী

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ১৫, ২০২২
১০:৫২ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ১৬, ২০২২
০২:২০ পূর্বাহ্ন



কোনো বাধা বিএনপির সমাবেশে জনস্রোত ঠেকাতে পারবে না: ফয়সল চৌধুরী
গোলাপগঞ্জে গণযোগ ও পথসভা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সিলেট জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, ‘দেশের যেখানে বিএনপি সমাবেশ করছে সেখানে মানুষের ঢল নামছে। আগামী ১৯ নভেম্বর সিলেটের সমাবেশেও স্মরণকালের সর্বোচ্চ জনসমাগম হবে। কোনো বাধা এই জনস্রোত ঠেকাতে পারবে না।’

তিনি সোমবার গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে দিনভর প্রচারপত্র বিলি ও মিছিল শেষে আয়োজিত পথসভায় এসব কথা বলেন। শেষে আয়োজিত পথসভায় এসব কথা বলেন। 

বিএনপির গণসমাবেশ সফল করতে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের ঢাকাদক্ষিণ বাজার, বাদেশ্বর ইউনিয়নের মিরগঞ্জ ও বাদেশ্বর বাজার, শরীফগঞ্জ ইউনিয়নের কাদিপুর ও শরীফগঞ্জ বাজার, লক্ষনাবন্ধ ইউনিয়নের পুরয়স্থ বাজার ও চৌধুরী বাজারে গণসংযোগ ও সভা করেন তিনি। 


ফয়সল চৌধুরী বলেন, ‘দেশের মানুষ এখন কষ্টে আছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষের পিঠ দেয়ালে ঠেকেছে। বিএনপি গণমানুষের স্বার্থ আন্দোলন করছে। তাই, বিএনপির আন্দোলনে সাধারণ জনতা এক কাতারে দাঁড়াচ্ছে। সিলেটের সমাবেশ ঘিরে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এ সমাবেশে চার লাখ মানুষের সমাগম হবে।’

এসময় উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, সহসভাপতি মাহবুবুর রহমান ফয়সল, আশরাফ আহমদ চৌধুরী, মামুনুর রশিদ মামুন, গোলাম কিবরিয়া, কফিল উদ্দিন, বদরুল আলম, পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর বিএনপি নেতা মিনহাজ চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য সৈয়দ রেজাউল করিম আলো, শেখ তারেক বারী এমি, আব্দুল ছায়াদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক  শাহজাহান আহমদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তানজিম আহমদ, ঢাকাদক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান উতু, সাধারণ সম্পাদক মুহিব হোসেন, সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জলিল মাস্টার, সাধারন সম্পাদক আলী হোসেন, লক্ষণাবন্ধ ইউনিয়ন বিএনপির সভাপতি অলিউর রহমান শামীম, সাধারণ সম্পাদক নুর উদ্দিন, ইউনিয়ন বিএনপির নেতা শামীম আহমদ, রেকল আহমদ, শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল ইসলাম গেদাই, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম কামাল, বাদেপাশা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছালিম আহমদসহ উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 


এএফ/০১