‘অনুবাদ আমাদের অপরকে নিজের করার সুযোগ দেয়’

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ১৪, ২০২২
০৩:৫১ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ১৪, ২০২২
০৩:৫১ পূর্বাহ্ন



‘অনুবাদ আমাদের অপরকে নিজের করার সুযোগ দেয়’
সিলেটে উজান বইযাত্রার আলোচনায় বক্তারা

‘মানুষ হিসেবে আমরা সবাই অপর-প্রাণ। আমাদের সেই জিনিস ভালো লাগে যা আমার মতো নয়, যা অন্যরকম। এই কারণেই আমাদের বিদেশি খাবার, বিদেশি চলচ্চিত্র ও শিল্পসাহিত্য ভালো লাগে। অনুবাদ আমাদের অপরকে নিজের করে নেওয়ার এবং অন্যের সঙ্গে সংযোগ ও সমন্বয়ের মাধ্যমে সমৃদ্ধ হওয়ার সুযোগ করে দেয়।’

শনিবার নগরের জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে উজান বইযাত্রার আলোচনায় বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে লেখক ও অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহ’র সভাপতিত্বে অতিথি আলোচক হিসেবে ছিলেন কবি, প্রাবন্ধিক ও অনুবাদক রাজু আলাউদ্দিন। আলোচকের বক্তব্য দেন, কবি ও প্রাবন্ধিক অধ্যাপক ড. জফির সেতু, কবি ও প্রাবন্ধিক মোস্তাক আহমাদ ীন, কবি মুহম্ম ইমদাদ, সাংবাদিক ও লোকগবেষক সুমনকুমার াশ, কবি ও শিক্ষক প্রণবকান্তি বে।

‘উজান বইযাত্রা ও বইমেলা’র এই আয়োজনে আলোচনার পাশাপাশি ছিল ‘কোরিয়ার কবিতা’ বই থেকে আবৃত্তি। আবৃত্তি করেন শিল্পী আল আমিন এবং সান্ত¡না দাস। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সঞ্জয় কুমার নাথ। এই আয়োজনে ছিল উজান প্রকাশনের বই নিয়ে বিশেষ বইমেলা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেটের কবি-সাহিত্যিক এবং শিল্প, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের লোকজন।


এএফ/০২