শাবিপ্রবি প্রতিনিধি
নভেম্বর ১৩, ২০২২
০৮:৫০ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ১৩, ২০২২
০৮:৫০ অপরাহ্ন
জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় সেরা-৬ এ স্থান পেয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নোত্থান।
রোববার (১৩ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সংগঠনের প্রচার সম্পাদক আবু রায়হান।
তিনি বলেন, শেখ হাসিনা যুব উন্নয়ন কেন্দ্রে বাংলাদেশের যুবসমাজের সবচেয়ে বড় প্লাটফর্ম ইয়ং বাংলা কর্তৃক আয়োজিত 'জয় বাংলা ইয়ুথ এওয়ার্ড ২০২২' এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এতে 'কমিনিউটি ওয়েলনেস' ক্যাটাগরিতে 'স্বপ্নোত্থান' ফাইনালিস্ট হিসেবে নির্বাচিত হয়।
এ বিষয়ে স্বপ্নোত্থানের সভাপতি ধীমান দাস দিব্য বলেন, 'আমাদের এই অর্জনে স্বপ্নোত্থানের সকল সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদের স্বপ্নোত্থান- এর পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন ও শুভেচ্ছা। সকলের ভালোবাসায় স্বপ্নোত্থান আরো অনেকদূরক এগিয়ে যাবে আমাদের এই প্রয়াস, মানবতার এই জয়যাত্রা অব্যাহত থাকবে।'
প্রসঙ্গত, এ আয়োজনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৬০০টি সংগঠন অংশ নেয়। এর মধ্যে স্বপ্নোত্থান সেরা ছয়ে মনোনীত হয়। এতে স্বপ্নোত্থানের পক্ষে সংগঠনের সহ-সভাপতি নাজিয়া হক এবং সাধারণ সম্পাদক মাইবম দর্পণ সিংহ অংশ নেন।
এইচএন-০১/এসই-০৫