সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ১২, ২০২২
০৪:৫৮ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ১২, ২০২২
০৫:০৫ পূর্বাহ্ন
আওয়ামী লীগ দেশকে লুটেপুটে শেষ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন সিলেটে-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ও সিলেট জেলা বিএনপির সদস্য ফয়সল আহমদ চৌধুরী।
সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে আজ শুক্রবার (১১ নভেম্বর) গোলাপগঞ্জের আলীনগর ইউনিয়ন বিএনপি আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন আলীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফয়সল আহমদ চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ সরকার দেশকে লুটেপুটে শেষ করে দেওয়ায় দেশ ও দেশের মানুষ বাঁচাতে জনগণকে রাস্তায় নামতে হবে। মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই আগামী ১৯ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করার কোনো বিকল্প নেই।’
ক্ষমতাসীনদের লুটপাটের কারণে দেশের অর্থনীতি এখন ভেঙে পড়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘জনগণের করের টাকায় দেশকে বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ করার স্বপ্ন দেখিয়ে এই টাকা আওয়ামী লীগ সরকার লুটপাট করে খেয়ে এখন বলছে, দেশবাসীকে দিনের বেলায় কোনো বিদ্যুৎ দেওয়া যাবে না। দেশের রিজার্ভের যে অবস্থা, তাতে এখন এলএনজি কেনা সম্ভব হচ্ছে না। তাই বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। দেশের মানুষ অন্ধকারে রয়েছে। দিনের বেলা বিদ্যুৎ না থাকলে কৃষি ও শিল্পতে মারাত্মক প্রভাব পড়বে। এতে দেশে ভয়াবহ সংকট দেখা দেবে।’
আলীনগর সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সালেহ আহমদ খছরু, জিয়াউল বারী চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি মাসুদ রানা সোহেল, বিয়ানীবাজার উপজেলা বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শামীম আহমদ, সদস্য নওয়াজিস চৌধুরী সাকী, মামুন আহমদ, মো. হাবিবুর রহমান চৌধুরী ফাহিম, বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক ও আলীনগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইয়াহইয়া আহমদ ও সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সাহেল।
এছাড়া আলী নগর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এএফ/০৩