বিতরণের অপেক্ষায় হাজার পাসপোর্ট, সিলেটে আরেকটি অফিস হচ্ছে

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ১১, ২০২২
১১:৪৪ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ১১, ২০২২
১১:৪৪ অপরাহ্ন



বিতরণের অপেক্ষায় হাজার পাসপোর্ট, সিলেটে আরেকটি অফিস হচ্ছে
মতবিনিময় সভায় জানালেন অতিরিক্ত মহাপরিচালক


সারা দেশে দশ হাজার পাসপোর্ট বিতরণের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে সিলেট অফিসেই রয়েছে হাজারের বেশি। আবেদনের সময় পাসপোর্ট গ্রহিতাদের নিজস্ব মোবাইল বা ই-মেইল না দেওয়ায় কর্তৃপক্ষ তৈরী এসব পাসপোর্ট বিতরণে বিড়ম্বনায় পড়েছেন। শিগগিরই এসব পাসপোর্ট গ্রহিতার কাছে পৌঁছে দিতে বিকল্প চিন্তা করছেন কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার সিলেট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে পাসপোর্ট সেবা সহজীকরণ ও প্রস্তুতকৃত পাসপোর্ট দ্রুত বিতরণের লক্ষ্যে এক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মানবসম্পদ, ব্যবস্থাপনা ও অর্থ) উম্মে সালমা তানজিয়া। 

এ সময় তিনি জানান, প্রবাসী অধ্যুষিত সিলেটে পাসপোর্টের চাহিদা বিবেচনায় নিয়ে আরেকটি পাসর্পোট অফিস করার বিষয়টি সক্রিয় বিবেচনায় রয়েছে। তিনি বলেন, বাংলাদেশী পাসপোর্ট প্রবর্তন, আধুনিকায়ন ও প্রযুক্তিনির্ভরকরণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া আর কারও কোন অবদান নেই। এমনকি ২০০৮ সালের আগে রূপকল্প (ভিশন) বলতে কিছুর সঙ্গে জাতির পরিচয় ছিলনা। আর এখন শতবর্ষের পরিকল্পনা (ডেল্টা প্ল্যান) নিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ডিজিটাল বাংলাদশে হচ্ছে স্মার্ট বাংলাদেশ। পাসপোর্ট প্রাপ্তিও নিশ্চিত করতে সরকার কার্যকর ব্যবস্থা নিচ্ছে।

অতিরিক্ত মহাপরিচালক সিলেটে পাসপোর্ট প্রাপ্তির ক্ষেত্রে বিরাজমান ব্যাপক সমস্যা সম্পর্কে অবহিত হয়ে বলেন, ‘আমরা সমস্যা স্বীকার করিনা বলেই আমাদের সামনে সমস্যার পাহাড় তৈরী হয়। আমাদেরকে এ অবস্থা থেকে বের হয়ে আসতে হবে।’

পাসপোর্ট প্রাপ্তি সহজীকরণ প্রসঙ্গে তিনি জানান, পাসপোর্ট করার ক্ষেত্রে রোহিঙ্গা টেস্ট উঠিয়ে নেওয়া হয়েছে। এমআরপি থেকে ই-পাসপোর্ট করতে পুলিশি তদন্ত (ভেরিফিকেশন) লাগবে না। ই-পাসপোর্ট নবায়ন পাসপোর্ট অফিসে না গিয়ে ঘরে বসে অনলাইনেই করা যাবে। 

অতিরিক্ত মহাপরিচালক নিশ্চিত করেন, সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসে পড়ে থাকা প্রস্তুতকৃত সহস্রাধিক পাসপোর্ট উপজেলা পর্যায়ে বিতরণের ব্যবস্থা করা হবে। পাসপোর্ট সেবার জন্য একটি কল সেন্টারও করা হচ্ছে।

মতবিনিময় সভায় সভাপতিত্বে করেন, সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান। পাসপোর্ট নিয়ে জনদুর্ভোগ, দালালদের উপদ্রব, বিমানবন্দরে ইমিগ্রেশনে হয়রানি ইত্যাদি তুলে ধরে এসব সমস্যা নিরসনে বিভিন্ন প্রস্তাব উত্থাপন করে বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক এ কে এম মাজহারুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমদ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিনিয়র সাংবাদিক আল আজাদ, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুর রশিদ রেনু, সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়, বাসসের সিলেট প্রতিনিধি মকসুদ আহমদ মকসুদ, সাংবাদিক মুহিত চৌধুরী। উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার সাদাত, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৌছিফ আহমেদ।  

এএন/০১