নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ০৯, ২০২২
০২:৪৯ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০৯, ২০২২
০৫:২৮ পূর্বাহ্ন
সিলেটে বিএনপি নেতা আ ফ ম কামাল খুনের ঘটনায় মামলা হয়েছে। কামালের বড় ভাই ময়নুল হক বাদী হয়ে মঙ্গলবার (৮ নভেম্বর) রাতে সিলেট বিমানবন্দর থানায় মামলাটি করেন।
এতে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪–৫ জনকে আসামি করা হয়েছে।
মামলা দায়েরের বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।
মামলার এজাহারভুক্ত আসামিদের পরিচয় তাৎক্ষণিক প্রকাশ করেনি পুলিশ।
এদিকে ঘটনার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও মঙ্গলবার রাত ১১টা পর্যন্ত হত্যাকাণ্ডে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। আশা করছেন দ্রুতই আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হবে।
গত রবিবার রাতে সিলেট নগরের বড়বাজার এলাকায় প্রাইভেটকারের ভেতরে ছুরিকাঘাতে খুন হন বিএনপি নেতা আ ফ ম কামাল। তিনি জেলা বিএনপির সর্বশেষ কমিটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ছিলেন।
এএফ/০২