এম.এ গণি ও মিসেস মনোয়ারা খানম বৃত্তি পরীক্ষা সম্পন্ন

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ০৮, ২০২২
০৭:৫৪ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ০৮, ২০২২
০৭:৫৪ পূর্বাহ্ন



এম.এ গণি ও মিসেস মনোয়ারা খানম বৃত্তি পরীক্ষা সম্পন্ন
এমপি হাবিবুর রহমান হাবিবের কেন্দ্র পরিদর্শন


আলহাজ্ব এম.এ গণি ও মিসেস মনোয়ারা খানম শিক্ষা ট্রাস্ট পরিচালিত ২২তম জুনিয়র বৃত্তি পরীক্ষা (স্কুল ও মাদ্রাসা) সম্পন্ন। গত শুক্রবার শুরু হওয়া দুই দিনব্যাপী এই পরীক্ষা শেষ হয় শনিবার। নগরের দক্ষিণ সুরমা নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত পরীক্ষায় সিলেট সদর, দক্ষিণ সুরমা, বিশ্বনাথ ও গোলাপগঞ্জ উপজেলার ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪ শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেছে।

প্রথম দিন শুক্রবার পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও আলহাজ্ব এম.এ গণি ও মিসেস মনোয়ারা খানম শিক্ষা ট্রাস্টের অন্যতম প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান হাবিব, দক্ষিণ সুরমা উপজেলার শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমদ, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, বৃত্তির প্রতিষ্ঠাতা সদস্য ও বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক এমদাদুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ ও হাজী রাশীদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস আলী।

এ সময় উপস্থিত ছিলেন, আলহাজ্ব এম.এ গণি ও মিসেস মনোয়ারা খানম শিক্ষা ট্রাস্টের পরীক্ষা নিয়ন্ত্রক ও দক্ষিণ সুরমা নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এইচ.এম ইসরাঈল আহমদ, সহকারী পরিক্ষা নিয়ন্ত্রক ও আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজম আলী, ট্রাস্টের ভারপ্রাপ্ত সভাপতি ও সিরাজ উদ্দিন আহমদ একাডেমীর সহকারী প্রধান শিক্ষক মকব্বির আলী, ট্রাস্টের সচিব ও তালিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাসুক আহমদ, যুগ্ম সচিব মাওলানা আবুল কালাম আজাদ, অতিরিক্ত সচিব মাসুদ আলম, সদস্য সাইফুল আলম, সদস্য সোহেল মিয়া ও সাংবাদিক সিন্টু রঞ্জন চন্দ।

উল্লেখ্য, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজারের ধরগাঁও নিবাসী সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের মাতা-পিতার নামে ২০০১ সালে আলহাজ¦ এম.এ গণি ও মিসেস মনোয়ারা খানম শিক্ষা ট্রাস্ট প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ ২২ বছর ধরে শিক্ষার্থীদের মেধা বিকাশে এই বৃত্তি নিয়মিতভাবে এই ট্রাস্ট আয়োজন করে আসছে।

এএন/০১