সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ০৭, ২০২২
০৯:৩৩ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ০৭, ২০২২
০৯:৩৯ অপরাহ্ন
বিএনপি নেতা আ ফ ম কামালকে ছুরিকাঘাতে হত্যা পেছনে ব্যবসায়ীক দ্বন্দ্ব থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। হত্যাকারীদের গ্রেপ্তার করতে পুলিশ সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে। সিসিটিভির ফুটেজ দেখে হত্যাকাণ্ডে অংশ নেওয়া যুবকদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ । তবে এখনও পর্যন্ত এ ব্যাপারে কোনো মামলা দায়ের হয়নি।
আজ সোমবার (০৭ নভেম্বর) ময়নাতদন্তের পর লাশ পরিবারে কাছে হস্থান্তর করা হবে বলে সিলেটের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির এ তথ্য জানিয়েছেন।
জানা যায়, রবিবার রাত ৯ টার দিকে মহানগরের আম্বরখানা বড় বাজার এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন বিএনপি নেতা আ ফ ম কামাল। তিনি সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং সিলেট জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক। তাঁর বাসা মহানগরের সুবিদবাজার এলাকায়।
এএফ/০২