নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ০৭, ২০২২
০৪:০৩ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০৭, ২০২২
০৮:৩৪ পূর্বাহ্ন
সিলেটে প্রাইভেট কারের গতিরোধ করে উপর্যুপরী ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে সিলেট জেলা বিএনপির নেতা আ ফ ম কামালকে (৪৪)। ব্যবসায়ীক বিরোধের জেরে পূর্বে হামলার ঘটনার প্রতিশোধ নিতে এ হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
নিহত কামাল জেলা বিএনপির সর্বশেষ কমিটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ছিলেন। এছাড়া তিনি সিলেট সদর উপজেলা ছাত্রদলের সভাপতি এবং সিলেট ল’ কলেজ ছাত্র সংসদের জিএস ছিলেন।
জানা গেছে, গতকাল রাত সোয়া ৮টার দিকে নিজের প্রাইভেট কারে করে যাওয়ার সময় নগরের আম্বরখানা বড়বাজার এলাকায় একাধিক মোটরসাইকেলে করে এসে তার গাড়ির গতিরোধ করে দুর্বৃত্তরা। তাকে গাড়ি থেকে নামিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় কামালকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, গত ১৯ অক্টোবর নগরের আম্বরখানার মান্নান সুপার মার্কেটে হাতাহাতির একটি ঘটনা ঘটেছিল। এ ঘটনায় সম্রাট ২১ অক্টোবর মো. লাহিনকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ করে আরো ৫-৬ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। মামলার ৪ নম্বর আসামি ছিলেন বিএনপি নেতা আ ফ ম কামালকে। ওই হামলার ঘটনার জেরে কামালের গতকাল হামলা চালানো হয় বলে তারা নিশ্চিত করেন।
এএফ/০৭