সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ০৫, ২০২২
১১:০৩ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ০৫, ২০২২
১১:০৩ অপরাহ্ন
সাবেক ক্রিকেটার, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সাবেক কার্যনির্বাহী সদস্য ও আজীবন সদস্য, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু ইন্তেকাল করেছেন।
আজ শনিবার (৫ নভেম্বর) ভোরে সিলেট নগরের রায়নগরস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন ওয়ান্ডারার্স ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আব্দুল ওয়াছে চৌধুরী জুবের ও সাধারণ সম্পাদক মুফতি আব্দুল খাবির।
এক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।