নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ০৩, ২০২২
১১:০৭ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ০৩, ২০২২
১১:০৭ অপরাহ্ন
সিলেটের জকিগঞ্জ সড়কে টেম্পু-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে রেদ্বওয়ান আহমদ নামে এমসি কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে জকিগঞ্জ সড়কের কানাইঘাট অংশের সড়কের বাজারের পশ্চিম ঈদগাহ মাদ্রাসার সামনে এ ঘটনাটি ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম। তিনি বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করেছি এবং আহতদের সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’
এএফ/০১