ওসমানীনগর প্রতিনিধি
নভেম্বর ০২, ২০২২
১১:০৫ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ০২, ২০২২
১১:১১ অপরাহ্ন
পুরুষ ভোটারদের উপস্থিতি কম থাকলেও নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তার উপর কয়েকটি বুথে ইভিএম এর ক্রুটির মধ্যে দিয়ে ভোটগ্রহণ শেষ সম্পন্ন হয়েছে সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনের। এখন চলছে ভোট গণণা।
আজ বুধবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে ৫৪টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়, চলে বিকাল ৪টা পর্যন্ত।
ভোটগ্রহণ শেষে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত পাওয়ার খবরের ভিত্তিতে জানা গেছে, ওসমানীনগরে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী ও সিলেট জেলা যুবলীগের সভাপতি শামিম আহমদ ভিপি নৌকা প্রতীক এগিয়ে রয়েছেন।
উল্লেখ্য, ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বচনে চেয়ারম্যানপদে ৩জন, ভাইস চেয়ারম্যানপদে ৮জন এবং মহিলা ভাইস চেয়ারম্যানপদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারা হলেন- চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একক প্রার্থী সিলেট জেলা যুবলীগের সভাপতি শামিম আহমদ ভিপি (নৌকা), খেলাফত মজলিসের জেলা কমিটির অর্থ সম্পাদক ছইদুর রহমান চৌধুরী (দেয়াল ঘড়ি) এবং স্বতন্ত্রের মোড়কে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম (ঘোড়া)।
ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনা মিয়া (টিয়া পাখি), উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিলদার আলী (তালা), বর্তমান ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া (চশমা), জুয়েল মিয়া (টিউবওয়েল),আখতার আহমদ (বই), মৌলানা আব্দুল বাছিত (মাইক), আলী হোসেন রানা (উড়োজাহাজ), খন্দকার মাসুম আহমদ(বৈদ্যুতিক বাল্ব)।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মুছলিমা আক্তার চৌধুরী (সেলাই মেশিন), জানাহার বেগম (কলস) ও ছানারা বেগম (ফুটবল) প্রতীক নিয়ে প্রতিদন্ধীতা করছেন।